খবরের জেরে সাহায‍্য পেল সন্তানহীন বিধবা

চাঁচল,০৬ জুন: খবরের জেরে সাহায্য পেল সন্তানহীন বিধবা প্রৌঢ়া। উল্লেখ্য মালদহের চাঁচল-১ নং ব্লকের ভগবানপুর জিপির দক্ষিন কালিগঞ্জের কোয়াক চিকিৎসক দু-সপ্তাহ আগে প্রবীর বাবু ইহোলোক ত‍্যাগ করেন। সর্বস্রহারা ওই পৌঢ়ার জন‍্য বাসিন্দারা সরকারি সাহায্যের দাবী জানিয়েছিলেন সংবাদমাধ‍্যমে। তবে শনিবার ওই প্রৌঢ়ার বাড়িতে একমাসের খাদ‍্য সামগ্রী নিয়ে হাজির হয় বিজেপির ১১ নং জেলাপরিষদের সংখ‍্যালঘু মোর্চার মন্ডল সভাপতি আব্দুল কাইয়ুম ওরফে টুটুল। তিনি পরবর্তীতে ওই বিধবার পাশে থাকবেন বলে জানিয়েছেন। এবং তাকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার জন্য ব্লক প্রশাসনের দারস্থ হবে বলে জানিয়েছেন। ওই পৌঢ়ার একমাত্র বাঁশে বেড়ার বাসস্থানটিও আমফানে নড়চড়ে বসেছে।

শৌচাগার ও বিদ‍্যুৎ নেই তার ঘরে। তাই বাসিন্দারা আবারও মৌখিক ভাবে সরকারি সাহায্যের দাবী জানিয়েছেন।

রিপোর্ট: মহম্মদ নাজিম আক্তার
হরিশ্চন্দ্রপুর, মালদা