বেশকিছুদিন আগেই দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে সুখবর ঘোষণা করেন বাংলার পরিচালক অভিনেত্রী দম্পত্তি রাজ-শুভশ্রী জুটি৷ নিজের টুইটার হ্যান্ডেলে ছবি পোস্ট করে শুভশ্রী জানান, মা হতে চলেছেন তিনি। সেখানে তিনি আরও লেখেন, “We are pregnant” অর্থাৎ আমি প্রত্যেককে জানাচ্ছি যে আমরা বাচ্চাটি বহন করছি, আমাদের সন্তান আসছে।
তারপর কেটে গিয়েছে বহুদিন! লক ডাউন চলছে , বন্ধ শ্যুটিং। এদিকে খবর চাউর হয়েছিল, রাজের আবাসেও নাকি করোনা থাবা বসিয়েছে। সবমিলিয়ে সন্তানসম্ভবা অভিনেত্রীর দিন কাটছে এই আবহেই। তবে শুভশ্রী বিভিন্ন সময়ে মন ভালো রাখার কৌশলে কিন্তু খামতি রাখছেন না। কখনও কবিতা লিখে, কখনও রাজের সঙ্গে সময় কাটিয়েই ভালো থাকা এবং নিজের সন্তানকে গর্ভেই ভালো রাখার চেষ্টায় ব্রতী রয়েছেন এই স্বনামধন্য অভিনেত্রী। পরিণীতার সেই ছোট্ট মেয়েটিই আজ যেন বিজ্ঞের মতো ‘তোর জন্য’ অর্থাৎ তাঁর ভাবী সন্তানের জন্য লেখা কবিতায় বলে উঠছেন, ”মনটা বড্ড খারাপ, সারাক্ষণ চেষ্টা করছি মনটা ভালো রাখার, কিন্তু কিছুতেই পারছি না, সবাই বলে প্রেগন্যান্ট হলে হাসিখুশি থাকতে হয়, কীকরে থাকব বলতো? তোর কথা ভেবেই সব ভোলার চেষ্টা করছি, কিন্তু এত ধ্বংসস্তূপ আগে কখনও দেখিনি যে, কিন্তু কান্না চেপে রাখতে পারছি না..!”

প্রসঙ্গত, বিয়ে হয়েছে দু’বছর পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির। নতুন ছবির প্রচার হোক, বা কোনও পার্টিতে গিয়ে পরস্পরের সঙ্গে কাটানো ভালো মূহুর্ত, বিয়ের পরে পারিবারিক নানা মুহূর্তও সোস্যাল মিডিয়ায় বার বার শেয়ার করে থাকেন এই তারকা দম্পতি৷ এমকি সেগুলো প্রচণ্ড পরিমানে ভাইরালও হয়। সব সময়ই লাইম লাইটে এই জুটি৷ তবে, ২০২০ তেই মা হচ্ছেন ‘পরিনীতা’র খ্যাত অভিনেত্রী। এই বছরই জন্ম নিতে চলেছে তাঁদের সন্তান, সোস্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে এমই ইঙ্গিত দেন শুভশ্রী এবং রাজ।
এই খবরে অবশ্য শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যায় শুভশ্রী, রাজের পোস্টে। তারকা দম্পতির শুভাকাঙ্খীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন কমেন্ট বক্স।
৩০.০৫.২০২০
কলকাতা
PB
RD