কেমন যাবে আপনার আজকের দিনটি? জেনে নিন আপনার রাশিফল


(ট্যারোট কার্ডের ভিত্তিতে)




মেষ– শুভ সংখ্যা -৯, শুভ রঙ- খয়েরি শুভ সময়- দুপুর ১২ টা থেকে ১টা ।


কর্মজীবন – এই মুহুর্তে খুব ভালো নয়। নিজেকে অনেক শক্ত হতে হবে ও গুছিয়ে নিতে হবে।
পড়ুয়া জীবনে দ্বৈত পরিস্থিতি। সিদ্ধান্তে দিশাহীন।
প্রেমিক প্রেমিকাদের জন্য শুভ সময়। মেষ রাশির জাতক জাতিকাদের নিজেদের বিচার বিবেচনায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে।

মিথুন -শুভ সংখ্যা -৯ শুভ রঙ- লাল, শুভ সময়- সকাল ১০টা-১১টা, রাত- ৯টা- ১০টা।


কর্মজীবন – শুভ, অর্থযোগ আছে। পড়ুয়ারা বয়ঃজ্যোষ্ঠ শিক্ষকের থেকে সাহায্য প্রাপ্ত হবে।প্রেমিক প্রেমিকার সম্পর্ক গাঢ় হবে।

বৃষ– শুভ সংখ্যা-৬ শুভ রঙ- আকাশী শুভ সময়- সকাল-১০টা- ১১ টা।


কর্মজীবন – শুভ, মহিলা দ্বারা সাহায্য প্রাপ্তি ও উন্নতির সম্ভাবনা।পড়ুয়াদের পিতৃস্থান শুভ। পিতার পরামর্শে কাজের শুভ পরিণতি হবে।
প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বিয়ের শুভ যোগ।

কর্কট – শুভ সংখ্যা-৮ শুভ রঙ- ছাই শুভ সময়- দুপুর ২ টো -৩ টে ।


কর্মজীবন – শুভ, আধ্যাত্মিক জীবনে উন্নতি
পড়ুয়াদের জীবনে পিছুটান। সামনে এগোতে গেলে পিছুটান ভুলতে হবে। প্রেমে আঘাত পাওয়ার সম্ভাবনা। নতুন প্রেম ও বিয়ের শুভযোগ। ।

সিংহ – শুভ সংখ্যা-৯ শুভ রঙ-আকাশী শুভ সময়- দুপুর ৩টে থেকে বিকাল-৪টে ।


কর্মজীবন – নতুন কাজের সুযোগ, অর্থনৈতিক উন্নতি ও কর্মে উন্নতি পড়ুয়াদের জীবনে সমতা ফিরে আসবে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে ভাবনাচিন্তা করে এগোনোয় সঠিক দিশা।


তুলা– শুভ সংখ্যা- ৬ শুভ রঙ- হলুদ শুভ সময়- সকাল ৯টা থেকে ১০টা ।


কর্মজীবন -ভাল উন্নতি ও সুখবর পাওয়ার সম্ভাবনা।পড়ুয়াদের সাম্যতা বজায় রেখে চলতে হবে।প্রেমিক প্রেমিকাদের দীর্ঘ মনবাসনা পূর্ণ হওয়ার সম্ভাবনা।


কন্যা– শুভ সংখ্যা- ৫ শুভ রঙ- কমলা শুভ সময়-দুপুর ১টা থেকে ২টো ।


কর্মজীবন -শুভ, কর্মজীবনে পরিবর্তন ও উন্নতি
পড়ুয়াদের এই মুহুর্তে পড়াশোনায় মন নেই।
প্রেমে সাবধানতা অবলম্বন করা দরকার। পেছন থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা। বৈবাহিক সিদ্ধান্তে দেরি করা উচিত না।

ধনু- শুভ সংখ্যা- ৪ শুভ রঙ- সবুজ শুভ সময়- সকাল ৯টা থেকে ১০টা।


কর্মজীবন – বিলম্বিত হলেও কাজে অগ্রগতি, প্রাপ্য অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা।
পড়ুয়ারা অগ্রগতিতে পরিবারের সাহায্য পাবে।
প্রেমে নতুন অধ্যায়ের শুরু। দীর্ঘদিন পর যোগাযোগের সম্ভাবনা।

মকর – শুভ সংখ্যা- ৮ শুভ রঙ- বেগুনি শুভ সময়- দুপুর ১২টা – ১টা ।


ককর্মজীবন -কর্মে সুখবর। নাম যশের সম্ভাবনা।
পড়ুয়াদের একাগ্রতা কাম্য। প্রেমে সম্পর্কহানির সম্ভাবনা


কুম্ভ– শুভ সংখ্যা-৭ শুভ রঙ-কালচে লাল শুভ সময়- দুপুর ৩টে থেকে বিকাল ৪টে ।


কর্মজীবন -পারিবারিক ব্যবসায় সফলতা।
পড়ুয়াদের মাতৃস্থান শুভ, মায়ের পরামর্শ কাজে দেবে।প্রেমে বোঝাপড়া দরকার। নিজের মনের কথা শোনা উচিত।

মীন– শুভ সংখ্যা- ৫ শুভ রঙ- নীল শুভ সময়- সকাল ৮টা – ৯টা ।


কর্মজীবন-শুভ। আলোচনা ও ভাবনাচিন্তা করে এগনো উচিত নাহলে বিপদের সম্ভাবনা।
পড়ুয়াদের অন্তর্দন্দের মীমাংসা দরকার
প্রণয় পরিণয়ে পরিণত হতে পারে।


শ্রীমতি শুভ্রা (+91 7686054279 )