সুখের দিন ফুরোলো বিজয় মালিয়ার? টানতে হতে পারে জেলের ঘানি
৯০০০ কোটি টাকা ব্যাংক প্রতারণার দায়ে পলাতক লিকার ব্যরণ বিজয় মালিয়াকে অবশেষে বৃহস্পতিবার মধ্যরাতে ফিরিয়ে আনা হচ্ছে এমনটাই দাবি সূত্রের।
কার্যত বছর কয়েকের নাটকের একটা যবনিকা পতন হতে চলেছে বলাই যায়।
পলাতক এই ব্যবসায়ীকে সম্ভবত অবশেষে ভারতের হাতে সমর্পণ করা হতে চলেছে এমনটাই দাবি ‘আইএএনএস'(IANS) এর। তাঁদের মতে বৃহস্পতিবার মধ্যরাতে মুম্বাই বিমান বন্দরে ফেরানো হতে পারে তাঁকে। এরপর সম্ভবত তাঁকে সিবিআই কাস্টডিতে নেওয়া হবে।
যদিও বিদেশমন্ত্রক থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি খবর বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।
প্রসঙ্গত বিজয় মালিয়ার নামে ৯০০০ কোটি টাকার আর্থিক তছরূপ এবং ব্যাংক প্রতারণার অভিযোগ রয়েছে। কাজেই দেশে ফিরে তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই এর মুখোমুখি হতে হবে।
ডুবে যাওয়া বিমান সংস্থা কিংফিসার এয়ারলাইন্সের মালিক দেনার দায়ে দেশ ছাড়েন ২০১৬ সালে এবং পালিয়ে যান ইংল্যান্ডে। তারপরই তাঁকে পলাতক ঋণখেলাপি ঘোষণা করা হয়।
সেখানে আইনি ট্রায়ালে হেরে যাওয়ার পর আর বাঁচার কোনও রাস্তাই খোলা নেই মালিয়ার কাছে।
সম্ভবত দেশে ফেরার পর তাঁকে রাখা হবে আর্থার রোড জেলে। পূর্বে এই জেলে মুম্বাই বিস্ফোরণে মূল অভিযুক্ত আজমল কাসব, ছোট রাজন সহ মিডিয়া ব্যারণ পিটার মুখার্জী সহ একাধিক আসামিদের রাখা হয়েছিল।
স্বাতী সেনাপতি,কলকাতা)