চাঁচল,৩০ মে: মন্দির ও মসজিদ খোলা হবে বলে সরকারের তরফে সিন্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার ১লা জুন থেকে খুলে যাচ্ছে সব ধর্ম প্রতিষ্ঠানের দরজা ।তারপরেই ধর্মপ্রতিষ্ঠানগুলি স্যানিটাইজ করার কাজ শুরু হয়েছে মালদার চাঁচলে। শনিবার সকাল থেকেই মহকুমাজুড়ে ধর্মপ্রতিষ্ঠানগুলি স্যানিটাইজ করার কাজ শুরু করেন মন্দির ও মসজিদ কর্তৃপক্ষ। মহকুমার সবথেকে বড় জামে মসজিদটি রয়েছে চাঁচলে। শনিবার সকালে ৭০ দিন বাদে চাঁচল জামে মসজিদের তালা খোলেন ইমাম। তারপর কমিটির তরফে এদিন গোটা মসজিদ চত্ত্বরটি স্প্রে করে স্যানিটাইজ করা হয়। সোমবার থেকে মসজিদে সরকারি নিয়মানুসারে ১০ জনকে নিয়ে নমাজ পড়াবেন ইমাম। পাশাপাশি এদিন চাঁচলের মন্দিরগুলিও স্যানিটাইজ করার কাজ করেন। ইমামের পাশাপাশি মন্দির কর্তৃপক্ষও জানিয়েছেন যে, সরকারি নিয়মানুসারে সামাজিক দূরত্ব বিধি মেনেই ধর্ম প্রতিষ্ঠানগুলিতে প্রবেশ করতে পারবেন দর্শনার্থী, পূণ্যার্থী থেকে শুরু করে ধর্মপ্রাণ মানুষ।
রিপোর্ট: মহম্মদ নাজিম আক্তার
হরিশ্চন্দ্রপুর, মালদা