এবার নিষেধাজ্ঞা জারি হল তাবলীগ জামাতের সদস্যদের উপর

এবার ২৩০০ বিদেশী তাবলীগ জামাত সদস্যের উপর নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার। আগামী ১০ বছরের জন্য জারি হল এই নিষেধাজ্ঞা। চলতি বছরের মার্চ মাসে এঁরা দিল্লীর একটি ধর্মীয় সভায় অংশগ্রহণ করেন। এঁদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এঁরা ভারত সরকারের নির্দেশিত আইন অমান্য করে করোনা আবহেও বিশাল জনসমাবেশ ঘটান এবং সেখান থেকে ভারতে এই করোনা মহামারী আগুনের মত ছড়িয়ে পড়ে বলে অভিযোগ।
এরপরেই নড়ে চড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রক। জানা যায় ধর্মীয় কার্যক্রমের জন্যে ভিসার আবেদন না করে এনারা পর্যটক বিভাগে ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন। এবং ভিসার নিয়ম লঙ্ঘন করেন। তাই এঁদের কালো তালিকাভুক্ত করা হয়।

পর্যটক বা টুরিস্ট ভিসায় আসার অর্থ হল কোনও সমাবেশ, পর্যটন, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করা বা কোনও স্বল্পমেয়াদি মেডিকেল বা যোগার প্রশিক্ষণের জন্য আসা। কখনওই ধর্মীয় প্রচারের জন্য এই ভিসা ব্যবহার করা যায়না। এই কালো তালিকাভুক্ত বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ইন্দোনেশিয়ার মানুষ। তারপর বাংলাদেশ এবং মালয়েশিয়ার মানুষজন।