এবার শুরু ‘আনলকে’র প্রক্রিয়া, কীভাবে চলছে সেই কাজ?

৬৭ দিন পর করোনা আবহে কনটেনমেন্ট জোনের বাইরে শুরু হচ্ছে আনলক ১! চতুর্থ দফায় লকডাউন শেষ হওয়ার মুহূর্তে গত শনিবার সন্ধ্যায় কেন্দ্রের তরফে নির্দেশিকায় জানানো হয়, কনটেনমেন্ট জোনে আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে। তবে কনটেনমেন্ট জোনের বাইরের এলাকাগুলিতে পর্যায়ক্রমে গতিবিধি এবং কাজ শুরুর অনুমতি দেওয়া হবে।কিন্তু এই নির্দেশিকাতে কিছু নিয়ম মাফিক কাজ চলবে সেটি কেন্দ্র ও রাজ্য উভয় দিক থেকে বলা হয়েছে।

আবার অন্যদিকে, রাজ্যের নির্দেশিকায় বলা হয়েছে, ১৫ জুন পর্যন্ত কনটেনমেন্ট জোনে লকডাউন চলবে। এই নিয়ে কেন্দ্র ও রাজ্য উভয়ের মধ্যে বেশ জল্পনা তৈরী হয়েছে।যেমন কেন্দ্রের নির্দেশিকাতে বলা হয়েছে ৮ জুন থেকে আনলক ১ -এর কথা কিন্তু রাজ্য সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে। জুনের ১ থেকে রাজ্যের সমস্ত ধর্মীয় স্থান, ৮ জুন থেকে সরকারি -বেসরকারি অফিসের দরজা খুলে যাচ্ছে। অবশ্য এই আনলকের ১-র তারিখের হেরফের নিয়ে আবার সোমবার বৈঠকে প্রশাসন বসছে।

একনজরে আনলক ১ এর নির্দেশিকা গুলো দেখে নেওয়া যাক।


১.দেশজুড়ে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে। আগে সেই সময়সীমা ছিল সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত। তবে জরুরি গতিবিধির ক্ষেত্রে ছাড় মিলবে।
২.সোমবার থেকে আন্তঃজেলা সরকারি এবং বেসরকারি বাস পরিষেবা শুরু করা হবে। বাসে যতগুলি আসন আছে, ততজন যাত্রীকে বাসে তোলা যাবে। কেউ দাঁড়িয়ে যেতে পারবেন না। সব যাত্রীকে সবসময়ে বাধ্যতামূলকভাবে মাস্ক এবং গ্লাভস পরে থাকতে হবে।
৩.অটো, ট্যাক্সি, অ্যাপ ক্যাব পরিষেবা চালু থাকবে। তাতে সর্বাধিক দু’জন যাত্রী উঠতে পারবে।
৪.সোমবার থেকে শুরু হচ্ছে লঞ্চ পরিষেবা। ন’টি রুটে চলবে লঞ্চ। এছাড়াও পুরসভা, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি পরিচালিত ফেরি পরিষেবাও সোমবার থেকে চালু হচ্ছে। এক্ষেত্রেও যাবতীয় সুরক্ষা বিধি মেনে চলতে হবে।
৫.আপাতত ট্রেন ও মেট্রো পরিষেবা বন্ধ থাকবে ৩০শে জুন পর্যন্ত।কিন্তু সোমবার থেকে শিয়ালদহ ও হাওড়া থেকে দুরপাল্লার ট্রেনের পরিষেবা চালু হচ্ছে।
৬.সোমবার থেকে ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করতে পারবে চা-বাগানগুলি। চায়ের সহায়ক শিল্পের ক্ষেত্রেও একই ছাড় প্রয়োজ্য হবে।
৭.১০০ শতাংশ কর্মী নিয়ে চটকলগুলি কাজ শুরু করতে পারবে।এর পাশাপাশি খনন কাজ-সহ ক্ষুদ্র, ছোটো মাঝারি এবং বড় শিল্পে ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করা যাবে।
৮. সিনেমা, সিরিয়াল,ওয়েব সিরিজ, ওটিটি প্ল্যাটফর্মের শ্যুটিং শুরু করা যাবে। ইউনিটে একইসঙ্গে ৩৫ জনের বেশি কলাকুশলী হাজির থাকতে পারবেন না। এদিকে, রিয়্যালিটি শোয়ের শ্যুটিং করা যাবে না।

৯.রোটেশন পদ্ধতিতে আগামী ৮ জুন থেকে সর্বাধিক ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে সরকারি অফিসগুলি। আপাতত ১জুন থেকে ৭ জুন পর্যন্ত সরকারি অফিসে সর্বাধিক ৫০ শতাংশ কর্মী কাজে আসতে পারবে।অন্যদিকে বেসরকারি অফিস এবং প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে বাড়ি থেকে কাজ ও করা যেতে পারে।
১০.আগামী ৮জুনের পর থেকে গ্রীন জোনে হোটেল,রেস্তোরা, শপিং মল খোলা হবে।
১১.১জুন থেকে রাজ্যের সমস্ত মন্দির,মসজিদ,গীর্জা খোলা হবে।একসাথে ১০জনের বেশী এই ধর্মীয় স্থানে প্রবেশ করতে পারবেনা।
১২.আনললের তৃতীয় পর্যায়ের পর তৃতীয় পর্যায়ে কনটেনমেন্ট জোনের বাইরে সিনেমা হল, জিম, সুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটার, পানশালা, অডিটোরিয়াম, জমায়েত কক্ষ এবং সেই জাতীয় জায়গা খুলতে পারে।
১৩.আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক উড়ান পরিষেবা।কিন্তু দেশের মধ্যে বিমান পরিষেবা থাকবে।
১৪.কনটেনমেন্ট জোনের বাইরে স্কুল, কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আগামী জুলাইয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
১৫.তৃতীয় ধাপে কনটেনমেন্ট জোনের বাইরে সামাজিক বা রাজনৈতিক বা খেলাধূলা বা বিনোদন বা শিক্ষামূলক বা সাংস্কৃতিক বা ধর্মীয় অনুষ্ঠান-সহ অন্যান্য বড় জমায়েতের অনুমতি দেওয়া হতে পারে।


অর্পিতা বসু

কলকাতা

Picture Courtesy: Twitter

০১.০৬.২০২০