দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৫১ হাজারের বেশি। রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার। এই আবহের মধ্যেই কলকাতা থেকেই এল চাঞ্চল্যকর খবর। এবার করোনা আক্রান্ত হলেন রাজ্যের শাসক দল, তৃণমূলের এক বিধায়ক। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণার একটি কেন্দ্রের বিধায়ক তিনি। কিন্তু তাঁর বাড়ি দক্ষিণ কলকাতার একটি অঞ্চলে। ওই অঞ্চলেই তিনি থাকেন। সূত্রের খবর, ওই বিধায়ক যেখানে থাকেন সেটি কালীঘাট অঞ্চলের আশেপাশেই। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকা সেটি।
আক্রান্ত বিধায়ককে ইতিমধ্যেই কলকাতার নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও কিছুদিন আগেই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সম্প্রতি তাঁকে পাঠানো হয়েছে আরেকটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
সূত্র মারফত জানা গিয়েছে,ওই বিধায়ক জ্বর নিয়ে শুক্রবার নাগাদ ভর্তি হন আলিপুরের বেসরকারি হাসপাতালে। তারপর তাঁর লালারসের নমুনা পরীক্ষা হয়। তার রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়লে, তাকে ইএম বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই এখন তাঁর চিকিৎসা চলছে। অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। কীভাবে তিনি করোনা আক্রান্ত হলেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য না থাকলেও, কেউ কেউ অনুমান করে বলছেন, জনপ্রতিনিধি হওয়ার সুবাদে দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন এলাকায় ত্রাণ বিলি করতে গিয়ে, আক্রান্ত হতে পারেন তিনি।
২৭.০৫.২০২০
কলকাতা