বিহারের মুজাফফর পুর রেল স্টেশন! কদিন আগেই দেশজুড়ে খবরের শিরোনামে আসে এই নাম! একটি মর্মান্তিক ঘটনার ভিডিও সাড়া ফেলে দেশজুড়ে! একটু শিশুর, তার মৃত মায়ের শরীরে চাদর টেনে দেওয়ার ছবিতে চোখের জল ধরে রাখতে পারেননি দেশের কোটি কোটি জনতা! কিন্তু তারপর? বিতর্ক, ক্ষতিপূরণ, সমালোচনা, রেলের বিবৃতি! সবকিছু কেটে গেলেও, সেই শিশুটি? মাতৃ হারা মাত্র দুবছরের এক রত্তির পরিণতি? সেসব সময়ের বেড়াজালে বিলীন হয়ে গেলেও, ভুলে জাননি বলিউডের বাদশাহ শাহরুখ খান। হ্যাঁ, তিনি মনে রেখেছেন ওকে, ওর পরিবারকে। আজ অর্থাৎ সোমবার তাঁর সংগঠন মীর ফাউন্ডেশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ”সকলকে ধন্যবাদ যাঁরা এই শিশুকে খুঁজে বের করতে সাহায্য করেছেন। যার মাকে জাগানো হৃদয় বিদারক ভিডিও কষ্ট দিয়েছিল। আমরা তার সহযোগিতা করব। সে তাদের ঠাকুরদাদার তত্ত্বাবধানে ভালো আছে।”

সূত্রের খবর, ওই শিশু এখন রয়েছেন তার বাবার বাড়িতেই। তার পরিবারের লোকেরা এবং স্থানীয়রা জানাচ্ছেন, এখনও মায়ের কথা বারবার বলছে সে, মায়ের মৃত্যুকে স্বাভাবিকভাবেই এখনও বুঝতে পারছে না সে। তার একটি দাদাও রয়েছে। মাতৃহারা দুই শিশুর পাশেই দাঁড়াবেন শাহরুখ খান এবং তাঁর সংগঠন। এইরকমই জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে বিহারের মুজাফফর পুর রেল স্টেশনে র একটু ১৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, একটি ছোট্ট শিশু তার মায়ের গায়ে চাদর টেনে দিচ্ছে, এবং মাকে ঘুম থেকে ডেকে তুলছে। পরে জানা যায়, তার মা ঘুমিয়ে ছিল না, মারা গিয়েছিল। শোরগোল শুরু হয় দেশজুড়ে। অভিযোগ ওঠে, শ্রমিক স্পেশাল ট্রেনে খাবার এবং জলের অভাবে মারা গিয়েছেন বিহারের কাটিহার নিবাসী ২৩ বছরের ওই মহিলা। যে গুজরাটের আহমেদাবাদ থেকে ফিরেছিলেন। সঙ্গে তার পরিবারের আরও কয়েকজন ছিলেন। যাঁরা অভিযোগ করেন, না খেতে পেয়ে মারা গিয়েছেন তিনি। অল্প অসুস্থতা আর এই না খাওয়া, দুই মিলিয়ে মৃত্যু হয়েছে তাঁর। যদিও রেলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়।

তারপর, শাহরুখ খানের অভিনব এই উদ্যোগের পর, ফের প্রশংসার বন্যা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। শাহরুখ ভক্তরা তো বটেই, তাঁর এই উদ্যোগের প্রশংসা করেছেন একটা বিরাট অংশের জনতা। অনেকেই বলছেন, এইকাজ সকলে পারেন না, শাহরুখের মতো বড় মনের মানুষের দ্বারায় তা সম্ভব।
০১.০৬.২০২০
ছবি সৌজন্যে: টুইটার