করোনার জেরে আগস্টের আগে খুলবেনা স্কুল: জানালেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী

করোনার জেরে মার্চের মাঝামাঝি বন্ধ হয়ে যায় স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। করোনা সংক্রমণ বাড়লেও ধীরে ধীরে লকডাউন তুলে দেওয়া হচ্ছে। স্বভাবিক হচ্ছে জনজীবন। ধীরে ধীরে খুলছে অফিস, আদালত, কারখানা, শপিং মলগুলি। কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং জীবন নিয়ে কোনও আপস নয়। তাই মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ নিশংক পোখরিয়াল একটি ইন্টারভিউতে জানান স্কুলগুলি আগস্টের আগে খুলবেনা।

তবে শুধু স্কুলই নয়, কলেজগুলির জন্যেও একই সিদ্ধান্ত বহাল থাকবে। সম্ভবত ১৫আগস্টের পর ফের ছাত্রছাত্রীদের জন্যে খুলে দেওয়া হবে স্কুল কলেজগুলি। তিনি জানান যে সব স্কুল কলেজে পরীক্ষা নেওয়া হয় গেছে ১৫আগস্টের মধ্যে সেগুলির ফল প্রকাশের চেষ্টা করা হবে।

তিনি জানান স্কুলগুলিকে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে চলতে হবে। প্রত্যেক শিক্ষক শিক্ষিকার জন্য মাস্ক এবং গ্লাভস বাধ্যতামূলক। বসাতে হবে থার্মাল স্ক্যানিং মেশিন। একটি বেঞ্চে মাত্র ২জন করে বসতে পারবে। এবং সিসিটিভির মাধ্যমে নিয়মিত নজরদারি চালাতে হবে সব নিয়ম মানা হচ্ছে কি তা জানার জন্য।
এদিকে এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অভিভাবকরা।  করোনা ভ্যাকসিন আবিষ্কার না হওয়া অবধি ছেলে মেয়েদের স্কুলে পাঠাবেন না বলে একটি অনলাইন পিটিশন ক্যাম্পেন শুরু করেছিলেন তাঁরা। যে ক্যাম্পেনে একদিনে প্রায় কয়েক লাখ অভিভাবক স্বাক্ষর করেন। আগস্ট মাস অনেক দেরি। ততদিনে করোনার প্রকোপ কমবে তাই স্কুল খুললেও হবেনা সমস্যা। এমনটাই মত অভিভাবকদের।