টাকা আছে কিন্তু নেওয়ার লোক কই? নজিরবিহীন মন্তব্য করলেন এসবিআইয়ের চেয়ারম্যান!

করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে দ্রুত! প্রায় ১৪ দিনেই দ্বিগুণ হয়েছে আক্রান্ত সংখ্যা! এই পরিস্থিতিতে দাঁড়িয়ে করোনা দেশকে বিধ্বস্ত করেছে প্রতিমুহূর্তে! তবে দেশের অবস্থা আরও করুণ করেছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি! সবকিছু বন্ধ, লক ডাউন চলার সঙ্গে সঙ্গে ক্রমশ নষ্ট হয়েছে অর্থনৈতিক অবস্থা। অনেকেই বলছেন, যা স্বাভাবিকভাবেই আরও দুর্বল করেছে দেশকে। অর্থনৈতিক প্যাকেজ, অনুদান, ঋণ, সমস্ত ব্যবস্থা থাকলেও, অর্থনীতির ভিত্তি যে দুর্বল তর হয়েছে, এমনই বলছেন অর্থনীতিবিদরা। এবার এই পরিপ্রেক্ষিতেই বিস্ময়কর মন্তব্য করলেন ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান রজনীশ কুমার! তাঁর কথায়, টাকা আছে কিন্তু নেওয়ার লোক নেই!

রজনীশ কুমার, চেয়ারম্যান, এসবিআই (ছবি টুইটার থেকে)

হ্যাঁ, এই কঠিন পরিস্থিতিতেও এমনই বলছেন দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান। তিনি সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমে জানান, ”আমি বলছি আমাদের কাছে টাকা আছে কিন্তু নেওয়ার লোক নেই!”

তিনি আরও বলেন, শুধু একজন না সবারই ঝুঁকি থাকে। কিন্তু ঋণ নেওয়ার মতো অর্থ থাকলেও নেওয়ার লোক কম বলেই মত তাঁর। অর্থনীতি মহলের একাংশ বলছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের কাছে টাকার যোগান এবং কেনার ক্ষমতা যেহেতু কমেছে, তাই স্বাভাবিকভাবেই ঋণ নেওয়ার মানসিকতাও হ্রাস পাবে।

 


০৪.০৬.২০২০