গুজরাটে রাজ্যসভা নির্বাচন শিয়রে। তার আগেই কংগ্রেস শিবিরে আশঙ্কার ভ্রুকুটি বেড়েছে ৩জন বিধায়ক পদত্যাগ করায়। এর আগে মার্চে ৫জন বিধায়ক পদত্যাগ করেন। পরপর এভাবে বিধায়কদের পদত্যাগ চাপ বাড়িয়েছে কংগ্রেস শিবিরের অন্দরে। দল ভাঙানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এরপরই তড়িঘড়ি বিধায়কদের সরিয়ে নিয়ে রিসর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপির বিরুদ্ধে অভিযোগ টাকা দিয়ে দল ভাঙিয়ে বিধায়ক কিনছে তারা। যদিও বিজেপির অভিযোগ কংগ্রেসের কার্যকলাপে অখুশি এবং বিরক্ত হয়েই দলত্যাগ করছেন বিধায়করা।
তবে এভাবে চলতে থাকলে ক্রমেই দল ধরে রাখা কঠিন হবে বিজেপির পক্ষে তা নিয়ে জোর গুঞ্জন কংগ্রেসের অন্দরে। প্রসঙ্গত গুজরাট বিধানসভায় মোট ১৮২জন বিধায়ক। তার মধ্যে ১০৩জন বিজেপি বিধায়ক এবং ৬৬জন কংগ্রেস বিধায়ক। ১৯শে জুন এই রাজ্যে রাজ্যসভার ৪টি আসনে নির্বাচন। মার্চ মাসে হওয়ার কথা থাকলেও করোনা আবহে পিছিয়ে যায় ভোট। এই ৪টি আসনের মধ্যে বিজেপির দখলে রয়েছে ৩টি আসন বাকি একটি আসন কংগ্রেসের দখলে। এবার কংগ্রেস ২টি আসনে প্রার্থী দিয়েছে। কিন্তু এভাবে বিধায়করা দলত্যাগ করলে প্রার্থী জেতানো মুশকিল হবে। আর তাই প্রেস্টিজ ফাইটে নিজেদের জায়গা ধরে রাখতে বিধায়কদের রিসর্টে সরাচ্ছে কংগ্রেস।
Swati Senapati, Kolkata