ভারতীয় ফুটবলে তিনি বরাবরই একটু বিতর্কিত চরিত্র।। তিনি রঞ্জিত বাজাজ।। তবে এবার মিনার্ভা কর্নধার একেবারে অন্য ভূমিকায়।। ময়দানের লজেন্স মাসির পাশে দাড়ালেন বাজাজ।।এককথায় মুশকিল আসান হলেন।। গোটা দেশ জুড়ে চলছে লকডাউন।। করোনার থাবায় মানুষ ঘরবন্দী।। বন্ধ উপার্জন।। সেই তালিকায় বাদ নেই যমুনা দিদি,যিনি ময়দানে লজেন্স মাসি নামেই বেশি পরিচিত।। লকডাউনের জেরে রোজগার বন্ধ যমুনাদির।। সেই খবর বাজাজের কানে পৌছতেই এগিয়ে এলেন তাকে সাহায্য করতে।।তার সঙ্গে যোগাযোগ করে তাকে দশ হাজার টাকা আর্থিক সাহায্য করলেন মিঃ বাজাজ।। যমুনাদির কাছের মানুষ বিশ্বজিত মালাকার এর অ্যকাউন্ট মারফত টাকা পৌছে দেন বাজাজ।।শুধু তাই নয়, সোমবার বিকেলে লজেন্স মাসির সঙ্গে কথাও বলেন তিনি ভিডিও কলের মাধ্যমে।। তিনি কথা দিয়েছেন যে কোনো সমস্যা হলে যমুনাদি যেন তাকে জানাতে কুন্ঠাবোধ না করেন।।আর লকডাউন মিটলে সব ঠিক হলে দেখাও করবেন তার সঙ্গে।। লজেন্স মাসি ইস্টবেঙ্গল সমর্থক।। আর বাজাজ-ইস্টবেঙ্গল মানে গরমাগরম পরিবেশ,বির্তক,চিঠি।।হাজারো অসম্মান স্বয়েও ভারতের ফুটবলের উন্নতির জন্যে যে মানুষটা লড়ে গেছেন তার নাম রঞ্জিত বাজাজ। শক্তিশালী FSDL র বিপক্ষে লড়ে গেছেন তার নাম রঞ্জিত বাজাজ ! ম্যাচ ফিক্সিয়ের অপবাদের বিরুদ্ধে লড়াই করে গেছেন তার নাম রঞ্জিত বাজাজ। ভারতীয় ফুটবল এমন ছবিটাই বারবার দেখে এসেছে বাজাজের সম্বন্ধে।।
তবে এবার হয়ত বাজাজ বোঝালেন গিমিক আর স্ট্যান্টবাজি নয়,তিনি খুব বড় মনের মানুষও। আইলিগের ম্যাচ খেলতে দলের সঙ্গে যখনই কলকাতায় এসেছেন প্রতিবার ই দেখা হয়েছে যমুনা দির সঙ্গে।। মাসির ভালোবেসে দেওয়া লজেন্সও নিয়েছেন।। আমাদের তরফ থেকে ফোনে যোগাযোগ করা হলে অবশ্য একটু লজ্জাই পেলেন আই লিগ চ্যাম্পিয়ন দলের মালিক।। অনেক প্রশ্ন গেল বাজাজের কাছে।ফোনে একটা কথাই ভেসে এল,” ভাই ফুটবল টা আমায় ভালোবাসতে শিখিয়েছে।।”
সুদুর পাঞ্জাব থেকে সাহায্য আসার পর লজেন্স মাসি একটু আবেগঘন। আর সব শেষে মি বাজাজের একটাই কথা চোখে আঙুল দিয়ে সবাই কে দেখিয়ে দেয় ফুটবল জিন্দাবাদ।
রিপোর্ট- উজ্জ্বল সরখেল
চিত্র সূত্র – নিজস্ব