করোনার প্রথম থাবা রাজ্যের মন্ত্রিসভায়! আক্রান্ত স্বয়ং দমকল মন্ত্রী!

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে কয়েকহাজার। আজ গভীর রাত পর্যন্ত সরকারি পরিসংখ্যান অনুযায়ী ৪,৫৩৬ জন আক্রান্ত হয়েছেন এই রাজ্যে। মৃত্যু হয়েছে ২২৩ জনের। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কয়েকদিন আগেই আমরাই জানায়, শাসক দলের এক বিধায়কের আক্রান্তের খবর। দক্ষিণ ২৪ পরগণার বিধায়ক হলেও ওই তৃনমূল বিধায়ক, যিনি আবার দক্ষিণ কলকাতার কালীঘাট অঞ্চলের বাসিন্দা। এবার ফের আরেকটি চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে, শাসক দলের নেতাদের নিয়েই। আর কোথাও না করোনা ভাইরাস নাকি থাবা বসিয়েছে রাজ্যের মন্ত্রিসভায়! এই প্রথম যার কবলে পড়েছেন স্বয়ং এক মন্ত্রী! যিনি উত্তর ২৪ পরগণার প্রভাবশালী তৃনমূল নেতাও। জানা যাচ্ছে, তিনি আর কেউ নন, স্বয়ং দমকল মন্ত্রী সুজিত বসু। যাঁর সঙ্গে জড়িত রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দফতর! সূত্র মারফত আরও জানা গিয়েছে, আক্রান্ত নাকি মন্ত্রীর স্ত্রীও।

সূত্রের খবর, ইতিমধ্যেই উপসর্গ না থাকার কারণে, বাড়িতেই চিকিৎসাধীন মন্ত্রী এবং তাঁর স্ত্রী। অবস্থা দুজনেরই স্থিতিশীল। তবে তাঁর আক্রান্তের কারণ হিসেবে একটা অংশের অনুমান, মন্ত্রীর বাড়িতে কাজ করতেন এমন কেউ করোনা পজিটিভ, যাঁর থেকেই এই সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।

প্রসঙ্গত, খুব সম্প্রতিই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সাংবাদিক সম্মেলন চলাকালীন নবান্ন সভাঘরে উপস্থিত থাকেন তিনি। জানা যাচ্ছে, বিভিন্ন বৈঠকও করেছেন মন্ত্রী সুজিত বসু। এমনকি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং তার ব্যবস্থাপনা করতে বিভিন্ন জায়গা পরিদর্শনে গিয়েছেন বলেও সূত্র মারফত জানা গিয়েছে। এমনকি সম্প্রতি মৃত দমকল কর্মীর পরিবারের সঙ্গেও সাক্ষাত্ হয় তাঁর।


২৯.০৫.২০

কলকাতা

রাত: ১.৫৬ মিনিট


R.G