একবছর! সবমিলিয়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে ৬ বছর পূর্ণ করলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের দিনে অর্থাৎ ৩০ মে, ২০১৯ তারিখে, লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক আসন পেয়ে তাঁর দল বিজেপি ক্ষমতায় আসার পর, তিনি এবং তাঁর মন্ত্রিসভার মন্ত্রীরা শপথ বাক্য পাঠ করেন। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে শুরু হয় মোদী জমানার দ্বিতীয় পর্ব।
আর আজকের এই দিনকে স্বরণ করেই দেশবাসীর উদ্দেশে, ১৩০ কোটি জনতার জন্য চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, আপনাদের অর্থাৎ দেশবাসীর সহযোগিতা তাঁর কাজের অনুপ্রেরণা, গণতন্ত্র রক্ষা করার শক্তি যা বিশ্বে আলো প্রদান করে তা জনতার জন্যই। ২০১৪ এর আগের কঠিন এবং খারাপ পরিস্থিতির অবনতি হয়েছে তাঁর সময়ে ২০১৪-১৯ পর্যন্ত সময়কাল এই উল্লেখযোগ্য পরিবর্তন এবং নতুন ইতিহাস তৈরী করেছে, এমনও বলেন প্রধানমন্ত্রী। ২০১৯ এর ভোট এই নতুন পথ নির্দেশের ছিল, ভারতকে বিশ্ব netay পরিবর্তন করা, জনশক্তি রাষ্ট্রশক্তি র উপর জোর, সবকা সাথ সব কা বিকাশের মতো বিভিন্ন বিষয়। কৃষকদের উন্নয়ন থেকে জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ, সমস্ত কিছুই উঠে এসেছে এই চিঠি র মাধ্যমে।
একাধিক মন্ত্রী, অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী, এস জয়শঙ্করের মতো আমলার মন্ত্রী পদে বহাল সহ ভুরি ভুরি চমক নিয়েই ফের মসনদে বসেন ভারতের এযাবৎকালের সর্বাধিক জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহু বিতর্কও টলাতে পারেনি তাঁকে। সমস্ত সমালোচনাকে সঙ্গে করেই ক্ষমতায় পদার্পণ করেন তিনি। যদিও বিতর্ক এখনও আছে। মোদী সরকারের কাজের সমালোচনা প্রতিমুহূর্তে ই ব্যাপ্ত হয়। তবুও রাজ কিন্তু মোদী ই করছেন।

সামগ্রিকভাবে গত ৬ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের কাজের খতিয়ান এবং তাঁর সরকারের সাফল্য বিস্তার এই চিঠিতে ঘটেছে। যেখানে আরও বলেন, এই ৬ বছর মানুষের ভালোবাসা এবং আশীর্বাদে কেটেছে, যা কাজের ক্ষেত্রের অগ্রসর ঘটিয়েছে। তিনি বলেন, এই ভালোবাসা, আশীর্বাদ দেশের ভালোর জন্য বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে শক্তি জুগিয়েছে অনবরত, আমি মানুষের বহু চাহিদা পূরণ করেছি। তিনি বলেন, আমি দিন রাত কাজ করি, আপনাদের শক্তি আমার শক্তি, বিশ্বাস যোগায়।

এই চিঠিতে তিনি উল্লেখ করেন, জনতার আশীর্বাদ, অনুপ্রেরণা তাঁকে শক্তি জোগায়, আমি সিদ্ধান্ত নেব আমাদের ভবিষ্যত এবং বর্তমান নিয়ে এমনও বলেন প্রধানমন্ত্রী।

সামগ্রিকভাবে নরেন্দ্র মোদীর এই জনতার উদ্দেশে চিঠি রাজনৈতিক যতটুকু, তার থেকে বেশি জনতার আবেগকে স্পর্শ করার এক অভিনব ভাবনা, যা মানুষের এই পরিস্থিতিতে আবেগ উত্থাপন করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে, মত রাজনৈতিক মহলের একটা বড় অংশের।

৩০.০৫.২০২০
নয়াদিল্লি
সমস্ত ছবি সৌজন্যে: টুইটার