অভিযোগ ওঠে, গতকাল দুই গোষ্ঠীর সংঘর্ষের যেতে উত্তপ্ত হয় ভদ্রেশ্বরের তেলেনিপাড়া অঞ্চল। এই ঘটনার পর, আজ অর্থাৎ সোমবার ওই এলাকায় যেতে গেলে, অভিযোগ পুলিশ আটকে দেয় হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে।
দাবি, মানকুণ্ডু এলাকার জ্যোতির মোড় থেকে এগোতে পারেনি এই বিজেপি সাংসদের কনভয়। গোটা ঘটনায় প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী। তিনি টুইটও করেন এই বিষয় নিয়ে।
অভিযোগ, উত্তেজনার আভাস রবিবার সকাল থেকেই ছিলো। সূত্র মারফত জানা গিয়েছে, ওইদিন বিকেলের পর এক ভয়ঙ্কর চেহারা নেয় তেলেনিপাড়া অঞ্চল। বোমাবাজি ও ভাঙচুর চলে বেশ কিছুক্ষণ, এমনটাও অভিযোগ ওঠে । কিছু দোকানে আগুনও লাগিয়ে দেওয়া হয় বলে দাবি করা হয়।
বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দাবি করা হয়েছে, অনেকেই আহত হন এই সংঘর্ষে। রাতভর ওই এলাকায় রুটমার্চ করে পুলিশ। এখনও মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। যদিও ভদ্রেশ্বরের ওই এলাকা এখনও থমথমে।
_________________________
১১.০৫.২০২০
হুগলি