করোনা-কাণ্ডে চলছে লকডাউন। বেড়েছে মেয়াদ। তারই মধ্যে প্রকৃতি খেলার থুড়ি আম্পান এর জেরে যা সামাজিক পরিস্থিতি, এরমধ্যে জামাইষষ্ঠী পালন রীতিমত বৃথা! যাতায়াত প্রায় বন্ধ! কিন্তু থেমে নেই সেলেবরা!

এবার অনলাইনেই জামাইষষ্ঠী পালন করলেন টলিউডের অন্যতম তারকা জুটি রিধিমা ঘোষ ও গৌরব চক্রবর্তী। তিনি সেই ছবি ইনস্টাগ্রাম এ দিয়ে জানান যে, পরিস্থিতি খারাপ তাও বাবা মা খুবই সুন্দর ভাবে রীতিমত সারপ্রাইজ দিয়েছে খাবার দিয়ে।
২৮.০৫.২০২০
কলকাতা
শিল্পা চ্যাটার্জি