করোনার আর এক নতুন ভয় প্যাঙ্গোলিন

করোনার থাবা দিন দিন বেড়েই চলেছে,এর মধ্যে উড়িষ্যার তালচন্দ্রগিরি রিজার্ভ জঙলের কাছে খারোদ গ্রামে বন আধিকারিকরা একটি বাড়ি থেকে একটি ভারতীয় প্যাঙ্গোলিনকে উদ্ধার করেলেন। গত শুক্রবার কটকের আটগড় বন বিভাগের বাদাম্বা রেঞ্জের বাড়ি থেকে এই লুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীটিকে উদ্ধার করা হল।

বনদপ্তর শাখার কর্মকর্তারা সিওভিড -১৯ পরীক্ষার জন্য প্যাঙ্গোলিনটি ল্যাবে নিয়ে গিয়েছেন। সেখানে এটি পরীক্ষা করা হচ্ছে। বিভাগীয় বন কর্মকর্তা সস্মিতা লেনকা জানান, স্থানীয় লোকজন বিদ্যালয়ে একটি অন্য প্রাণী রাখতে প্রশাসনকে বলেছিল।কিন্তু পরে বন আধিকারিকের দল সেখানে গিয়ে দেখলো একটি প্যাঙ্গোলিনের বাচ্চা রয়েছে। তারপরে তাকে করোনার তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

বেশ কিছু গবেষণায় বলা হয়েছে,বেশ এই মালয়েশিয়ান প্যাঙ্গোলিন সারস করোনা ভাইরাস সংক্রমণ থেকে মানবদেহে সংক্রমণ চেনের মধ্যে ছড়িয়ে পড়ার লিঙ্ক হতে পারে।

দক্ষিণ চীন কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘নেচার’ নামক এক বিজ্ঞান জার্নালে প্রকাশিত করেন, সাম্প্রতিক গবেষণা অনুযায়ী কোভিড -১৯-এর কারণ হিসেবে এটি একটি সম্ভাব্য মাধ্যম। করোনাভাইরাসটি প্যাঙ্গোলিন এবং বাদুড়ের মধ্যে পাওয়া ভাইরাসের পুনরুদ্ধার হতে পারে।

ভারতে পাওয়া পাঙ্গোলিনগুলি মূলত ভারতীয় এবং চীনা দুই ধরণের হয়। এ দু’টিই হিমালয়ের পর্বতমালা, উত্তর-পূর্ব এবং দক্ষিণাঞ্চলীয় রাজ্যে বিপদজনক হতে পারে।