বলিউডে প্রথম মৃত্যু করোনায়? ভয়ঙ্কর সংবাদ দিয়ে বিদায় সদাহাস্যময় ওয়াজিদের!

১ জুন, ২০২০! ভারতবর্ষের করোনা আবহে প্রত্যেকটা দিন আশঙ্কার হলেও, বলিউড ইন্ডাস্ট্রির জন্য এই দিনটি ভয়াবহ! কারণ, করোনার থাবা একাধিক তারকার শরীরে পড়লেও, এই প্রথম কোনও বলিউড তারকার মৃত্যু হল এই ভাইরাসের কবলে পরে। চলে গেলেন সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান! সাজিদ আর ওয়াজিদ এঁর হিন্দি গানের হিট জুটির এক স্তম্ভ ভেঙে গেল নিমেষেই! ১৯৯৮ থেকে ২০২০। প্রায় ২৩ বছরের যে জুটি একের পর এক গানের সৃষ্টিতে মুগ্ধ করেছে বলিউড তথা সিনেমা, সঙ্গীত প্রেমী জনতাকে, যাঁরা ‘হুর হুর দাবাং’, আবার ‘আব মুঝে রাতদিন’, ভিন্ন ভিন্ন ধরণের গানের উপহার প্রদান করেছেন বারবার, সেই জুটির একজনের মাত্র ৪২ বছর বয়সেই আকস্মিক বিদায় হল করোনার কবলেই।

আজ অর্থাৎ সোমবার মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। সূত্রের খবর, কয়েকদিন আগেই তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষার পর তাঁর করোনা পজিটিভ পাওয়া যায়। তারপর চিকিৎসা চলছিল এই সঙ্গীত পরিচালকের। কিন্তু আজ মৃত্যু হয় তাঁর।

এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সমগ্র তারকা জগৎ। একের পর এক শোকবার্তা এসেছে বিভিন্ন মহল থেকে। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ভয়ঙ্কর সংবাদ… সর্বাধিক মিস করব তাঁর হাসি! যে গায়কের সঙ্গে কাজ দিয়েই মূলত সাজিদ ওয়াজিদের আরও এগোনো, সেই সোনু নিগম শোকে মূহ্যমান! শোকবার্তা এসেছে সংগীতকার সেলিম মার্চেন্ট এঁর কাছ থেকে। তিনি লিখছেন, ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছি, খুব তাড়াতাড়ি চলে গেল। ঈশ্বর ওঁকে ভালো রাখুক। বাবুল সুপ্রিয় বলছেন, বিধ্বস্ত। ভালো বন্ধু ছিল।

এই সঙ্গীত পরিচালক জুটির মূলত কাজের শুরু সলমন খানের ‘পিয়ার কিয়া তো ডরনা কিয়া’ ছবির গান থেকে। ১৯৯৮ এর এই ছবির পর ১৯৯৯ এ সোনু নিগম এঁর সঙ্গে ‘দিওয়ানা’ অ্যালবামের কাজ। ‘আব মুঝে রাতদিনে’র মতো গান! আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁদের। ‘হেলো ব্রাদার’ এর গান, ‘হাটা সাওয়ান কি ঘাটা’ গানের রচনা এগিয়ে দিতে থাকে সাজিদ ওয়াজিদ কে।

এরপর ক্রমশ ‘কিয়া এহি পিয়ার হে’, ‘গুনাহ’, ‘চোরি চোরি’, ‘দা কিলার’ থেকে শুরু করে হিট ছবি ‘দাবাং’ শুধু না এর পার্ট ২,৩ এরও সঙ্গীত পরিচালনা হয় তাঁদের হাত ধরে। এভাবেই কয়েকশো গানের সৃষ্টিতে এই দুটি নাম জ্বল জ্বল করে সর্বদা। কিন্তু একজন ব্যতীত আরেকজন যেমন ভাবাটাই অবাস্তব মনে হত সবার, সেটাই যেন এবার সত্যি হল, এই মারণ ভাইরাসের দৌলতে!


০১.০৬.২০২০

মুম্বই


SB HS