এবার ভরে উঠুক পরিযায়ী শ্রমিকদের ব্যাংক একাউন্ট, প্রস্তাব মমতার

করোনার জেরে মাসখানেক লকডাউনের পরে আনলক হতে শুরু করেছে দেশ। যদিও করোনা সংক্রমণ হু হু করে বেড়েই চলেছে। অনেক টালবাহানার পর ভিনরাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরানো হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে। পশ্চিমবঙ্গে প্রায় ৩০০টির বেশি ট্রেনে ফেরানো হচ্ছে প্রায় লাখ খানেক শ্রমিকদের।
কাজকর্ম হারিয়ে ফিরে আসছেন তাঁরা।

এই মুহূর্তে সর্বহারাদের দলে তারা। বহু শ্রমিক করোনা সংক্রামিত। করোনার জেরে ভেঙে পড়া অর্থনীতিতে তাঁদের জীবন এবং জীবিকার ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে। এরকম কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধবার সকালে তাঁর টুইটার একাউন্ট এ লেখেন পরিযায়ী শ্রমিক এবং অসংগঠিত শ্রমিকদের হাতে এই মুহূর্তে টাকা নেই। তাই তাঁদের জীবনধারণের জন্যে তাঁদের ব্যাংক একাউন্টে টাকা দিক কেন্দ্রীয় সরকার। এককালীন ১০ হাজার করে টাকা তাঁদের ব্যাংক একাউন্টে দেওয়া হোক প্রস্তাব দেন মমতা। তিনি আরও যোগ করেন প্রয়োজন হলে পিএম কেয়ার ফান্ড তহবিল থেকে দেওয়া হোক টাকা।

এই প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছে নেটিজেনদের একাংশ। তবে মোদির করোনা মোকাবিলায় ২০লক্ষ কোটি টাকার বদলে শ্রমিক এবং অসংগঠিত শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের হাতে হাতে টাকা দেওয়ার এই প্রস্তাব আদতে কূটনীতিক ভাবে বিজেপিকে চাপে ফেলবে এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের।

 

Swati Senapati