প্রায় আড়াই মাস পর এই রাজ্যে জনসাধারণের জন্যে পুনরায় খুলতে চলেছে শপিং মলগুলি। কিন্তু আগের মত যেমন খুশি যত্রতত্র ঘুরে বেড়ানোর দিন শেষ হতে চলেছে। মলগুলি সাধারণের জন্য খুলে দেওয়ার আগে রয়েছে বিস্তর কাজ। কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে অবস্থিত সাউথ সিটি মল সেজে উঠছে নতুন করে। বসছে থার্মাল ক্যামেরা। মলে প্রবেশ করা প্রত্যেকটি মানুষের তাপমাত্রা মাপা হবে। কর্মীর সংখ্যা কমিয়ে অর্ধেক করা হচ্ছে এবং তাদের যথাযথ ট্রেনিং দেওয়া হবে। মেনে চলা হবে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব। লিফটে হাত দেওয়ার বদলে সুইচগুলি পা দিয়ে ব্যবহার করা যাবে। ফুডকোর্ট গুলিতে প্রত্যেকটি টেবিল নুন্যতম ৬ফিট দূরত্বে রাখা হচ্ছে।
এছাড়াও মলে একসঙ্গে ৩জনের বেশি গ্রুপে প্রবেশ করা যাবেনা। মলগুলি প্রত্যহ সকাল ১১টা থেকে ৮টা অবধি খোলা থাকবে। তবে কখনোই একসঙ্গে মলে ১০ হাজার থেকে ১৫হাজারের বেশি লোককে থাকতে দেওয়া হবেনা। কলকাতার অপর একটি মল কোয়েস্ট মল যতটা সম্ভব স্পর্শহীন ব্যবস্থা গড়ে তুলতে চলেছে। রয়েছে তাপমাত্রা স্ক্রিনিংয়ের ব্যবস্থা, হ্যান্ড স্যানিটেশন করার ব্যবস্থা এবং অনলাইন টিকিট এবং ক্যাশলেস পেমেন্টের মত সুবিধা। সব মলগুলিই শপিং সেন্টার এসোসিয়েশনের অফ ইন্ডিয়া (SCAI) এর গাইডলাইন মেনে চলছে। যেখানে বলা হয়েছে পিপিই বাধ্যতামূলক, মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব, বারবার জীবাণুনাশক ব্যবহার করা ইত্যাদি। মাস্ক পরা বদ্ধতামূলক।
কিন্তু এত কিছুর পরেও সংক্রমণ ঠেকানো যাবে কি? চিন্তা রয়েই যাচ্ছে।
Swati Senapati, Kolkata