প্রিয়জন পজিটিভ বলে খাদ্য নেই? এবার নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন পুলিশের!

চাঁচল, ৪ জুন: তিনি করোনা আক্রান্ত! অথবা বাইরে থেকে এসেছেন, অর্থাৎ অমানবিক হয়েই তাঁকে, তাঁর পরিবারকে আটকে দিতেই হবে ঘরে! তাঁকে খাবার তো দূর! জল পর্যন্ত দেওয়াও নাকি বিপদ! করোনা আবহে, প্রতিমুহূর্তে এমনই অবস্থার সম্মুখীন হচ্ছেন বহু মানুষ। স্রেফ গুজবের বশে অযথা বাজে অবস্থার সম্মুখীন হচ্ছেন কেউ কেউ! কিন্তু পুলিশ? তাঁদের তো ছাড় নেই! এবার এই করোনা যোদ্ধারায় ফের সাহসিকতার নিদর্শন দিলেন! দেখালেন মানুষ হয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার!

এবার এক ‘সিল’ করা বাড়িতেই ত্রাণ দিল চাঁচল থানার পুলিশ। উল্লেখ্য মালদহের চাঁচল থানার মতিহারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সপ্তাহখানেক পূর্বে এক ভিনরাজ‍্য ফেরত পরিযায়ী শ্রমিকর দেহে করোনা পজিটিভ মেলে। তারপরে আক্রান্তকে কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রশাসনের তরফে। তবে গ্রামের সুরক্ষার্থে তার বাড়িটিকে সিল করা হয়েছে প্রশাসনের উদ‍‍্যোগে। পরিবারের রয়েছে মোট আটজন সদস‍্য। অনাহারে অর্ধাহারে পরিবারটি যেন ক্ষুধার জ্বালায় বিপাকে না পরে তাই মানবিক উদ‍্যোগ নিল চাঁচল থানার পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার সংক্রমনকারীর পরিবারে এক সপ্তাহের খাদ‍্য সামগ্রী প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন চাঁচল থানার পুলিশ।


রিপোর্ট: মহম্মদ নাজিম আক্তার

মালদহ