কলকাতার পরিস্থিতি শুধু নয়, ‘আমপান’ ঘূর্ণিঝড়ের প্রকোপে মারাত্মক ক্ষতিগ্রস্ত উত্তর, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলা। আয়লার পর নজিরবিহীন বিপর্যয়ের কবলে রাজ্য। এবার সেই রাজ্যের মানুষের দল, ক্রিকেট খেলার মাঠ ভরিয়ে দেওয়া জনতার জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করল। শাহরুখ খান, জুহি চাওলাদের উদ্যোগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। গাছ লাগানো, ত্রাণ বিলি সহ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান, করোনার পর ফের বিভিন্ন সিদ্ধান্ত নিল এই দল।
কলকাতা নাইট রাইডার্স এর পক্ষে করা সেই ট্যুইট:https://twitter.com/KKRiders/status/1265576070323019777?s=19

সাহায্যের ক্ষেত্রেও অভিনব উদ্যোগ নিতে দেখা গিয়েছে এই কলকাতার ক্রিকেট দলকে। তাঁরা মূলত, সমগ্র কলকাতা শহরে ৫ হাজার বৃক্ষ রোপণ করবেন। বিপুল পরিমাণে গাছ পড়ে যাওয়ার ফলে, মহানগরীতে ইতিমধ্যেই গাছের সংখ্যা কমেছে হুহু করে। একের পর এক গাছ ভেঙে পড়ার ফলে সেই গাছ কেটে ফেলতে হচ্ছে, যার দরুন গাছের পরিমাণ কমেছে বহু। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সংস্থার তরফে বিপুল পরিমাণে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও বলিউড বাদশা শাহরুখ খান, জুহি চাওলার সংস্থা, কলকাতা নাইট রাইডার্স এর তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলেও অনুদানের সিদ্ধান্ত নিয়েছে। যা করোনা মোকাবিলার জন্যও করেছিলেন শাহরুখ খানে রা। এবার এই ক্ষেত্রেও পাশে দাঁড়ালেন তাঁরা।
এই ক্রিকেট দলের পক্ষে, তাদের নিজস্ব শহরের জন্য শুধু নয়, সমস্ত ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষের জন্য এক মৌলিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, গাছ লাগানো, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান সহ, বিভিন্ন এলাকায়, মূলত এই ঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় একটি গাড়ি ঘুরবে। যেখানে সামাজিক দূরত্ব এবং সমস্ত নিয়ম পালন করে থাকবেন স্বেচ্ছাসেবকরা। যাঁরা ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ তুলে দেবেন। বিভিন্ন সামগ্রীর সঙ্গে প্রয়োজনীয় জিনিস দেবেন তাঁরা। এই গাড়ির নাম দেওয়া হয়েছে, কেকেআর সহায়ক যান। যা সহায়তা প্রদান করবে ক্ষতিগ্রস্ত মানুষকে।
কলকাতার আইপিএল দলের এই সিদ্ধান্তের পর শাহরুখ, জুহি সহ কলকাতা নাইট রাইডার্স কে কুর্ণিশ জানাচ্ছেন অনেকেই। যদিও এই দুর্যোগের কয়েকঘন্টা পরে, টুইট করে পাশে থাকার বার্তা দিয়েছিলেন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খান। দলের ম্যানেজার ভেনকি মাইসর সহ কলকাতার আইপিএল দলের সঙ্গে যুক্ত অনেকেই দুর্যোগ কবলিত বাংলার পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন। যদিও, শাহরুখের টুইট করতে কেন দেরি? তা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। তবে বড় অংশের কাছেই এই সিদ্ধান্ত প্রশংসার সম্মুখীন হয়েছে। তাই, রাজ্যের বহু মানুষ চরম অবস্থায় থাকার সময়েই কলকাতার দলের এই ভূমিকা নজর কাড়ছে একটা বিরাট অংশের। এই প্রসঙ্গে শাহরুখ খান বলেছেন, যতক্ষণ না আমরা ফের হাসছি, ততক্ষণ আরও শক্তিশালী থাকতে হবে।
২৭.০৫.২০২০
কলকাতা