১২ মে থেকে বিশেষ ট্রেন। অনলাইনে টিকিট কেটে ১৫ শহরে ফিরতে পারবেন যাত্রীরা।

দেশজুড়ে লকডাউন। ক্রমশও বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে রবিবার রাতে রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ১২ মে দিল্লি থেকে দেশের বেশ কয়েকটি প্রধান শহরে চালু করা হবে ট্রেন চলাচল। আপাতত মোট, ১৫ জোড়া অর্থাৎ ৩০টি ট্রেন চালানো হবে৷ দিল্লি থেকে প্রধানত ট্রেনগুলি চলবে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, সিকান্দারবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, তিরুবন্তপুরনম, মটগাঁও, মুম্বই সেন্ট্রাল, আমেদাবাদ এবং জম্মু তাওইতে। সেখান থেকে ফেরত আসবে ওই ট্রেন।

যদিও কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আরও কিছু স্পেশাল ট্রেন চালানো হবে নতুন রুটে, তবে কুড়ি হাজারের বেশি ট্রেনের কোচ রিজার্ভ করার পাশাপাশি, পরিযায়ী শ্রমিকদের জন্য প্রতিদিন চলছে প্রায় তিনশো শ্রমিক স্পেশাল ট্রেন।

রেলের তরফ থেকে আরও জানানো হয়েছে, ১১ মে বিকেল ৪-টে থেকে এই বিশেষ ট্রেনের টিকিট বুকিং করা যাবে। যা শুধুমাত্র IRCTC -র ওয়েবসাইট (https://www.irctc.co.in/) থেকে করা যাবে৷ এই মূহূর্তে রেলস্টেশনে টিকিটের সমস্ত কাউন্টার বন্ধ থাকবে। একমাত্র যথাযথ টিকিট নিয়ে যাত্রীরা রেলস্টেশনে প্রবেশ করতে পারবেন। এবং সকল প্রক্রিয়া মেনে মুখে মাস্ক পড়ে এবং স্ক্রিনিং টেস্টের মাধ্যমে প্রতিটা প্যাসেঞ্জারকে, ট্রেনে করে যাওযার অনুমতি মিলবে। এছাড়া অতিরিক্ত নিয়মাবলি এই প্রক্রিয়ার সময় প্রযোজ্য থাকবে।

রেলের তরফে দেওয়া সেই বিজ্ঞপ্তি।________________________________________
১১.০৫.২০২০
নয়াদিল্লি
চিত্র সৌজন্যে: টুইটার