মোদী জমানায় এই করোনা আবহের মধ্যেই আরেক শিখর লাভ করতে চলেছে ভারত! রাষ্ট্র পুঞ্জের নিরাপত্তা পরিষদে ফের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হওয়া শুধু সময়ের অপেক্ষা এই এই দেশের! ২০১১-১২ সালের পর আবার অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হল ভারত। এশিয়া মহাদেশ থেকে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ভারতের নির্বাচিত হওয়ার তারিখ আগামী ১৭ জুন! মূলত, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এই নির্বাচনের পদ্ধতিতে কিছু পরিবর্তন এসেছে। ওইদিন নির্দিষ্ট পদ্ধতি মেনে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে মোট পাঁচটি দেশ নির্বাচিত হবে, যার মধ্যে অন্যতম ভারত।
এই অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হওয়া প্রথম নয় ভারতের কাছে। ১৯৫০-৫১ সাল থেকেই শুরু হয়েছিল এই স্বীকৃতি। তারপর, ১৯৬৭-১৯৬৮, ১৯৭২-১৯৭৩, ১৯৭৭-১৯৭৮, ১৯৮৪-১৯৮৫, ১৯৯১-১৯৯২, ২০১১-২০১২, মোট ৬ বারের জন্য এই সম্মান পায় ভারত। কিন্তু ২০১২ সালের পর থেকে ফের এত বছর পর ২০২০-২০২১ বর্ষের গুরুত্বপূর্ণ সময়ে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হল দেশ।
এই নির্বাচনে স্বীকৃতি লাভের দৌঁড়ে আছে লাতিন আমেরিকার একমাত্র দেশ মেক্সিকো। রয়েছে নরওয়ে, কানাডা, ইজরায়েল। যে তিনটি দেশ মূলত পশ্চিম ইউরোপের। ক্যারিবিয়ান আসন থেকে রয়েছে কেনিয়া, দিজবৌতি। জেনারেল এসেম্বলির মোট ১৯৩ টি দেশ এই নির্বাচনে অংশ নেবে। করোনা আবহে প্লেনারি বৈঠক ছাড়াই এই ভোট হওয়ার কথা গোপন ব্যালটে। এই পদ্ধতিতে শুধু অস্থায়ী সদস্য নির্বাচন না, নিরাপত্তা পরিষদের সামাজিক এবং অর্থনীতি পরিষদের সদস্য নির্বাচনেও ব্যবহৃত হবে।
কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হলেও, প্রতিদ্বন্দ্বী দেশ থাকলেও ভারতের নিশ্চিত জয়লাভ কীকরে সম্ভব? তার কারণ হিসেবে জানা যাচ্ছে, এশিয়া মহাদেশীয় ক্ষেত্রে ভারত ছাড়া মনোনয়ন দাখিল করেনি অন্য কোনও দেশ! তাই এই ক্ষেত্রে ভারত ই নিরঙ্কুশ জয় পেতে চলেছে। মোট ১০ অস্থায়ী সদস্য দেশে নির্বাচনের ক্ষেত্রে ৫ টি দেশ নির্বাচিত হয় এশিয়া, আফ্রিকা থেকে, ২ টি লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান স্টেটের, পূর্ব ইউরোপের ১ টি এবং ২ টি দেশ পশ্চিম ইউরোপ এবং অন্যান্য মিলিয়ে। এবারের নির্বাচনে অংশ নিতে সদস্যদের প্রথম রাষ্ট্রপুঞ্জের সদর কার্যালয়ে উপস্থিত হতে হবে।
০৬.০৬.২০২০