উৎসব পরে, মানুষ বাঁচুক আগে, লকডাউন বাড়ানোর দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি বেঙ্গল ইমামস্ অ্যাসোসিয়েশনের

কলকাতা: ”আমরা এত স্যাক্রিফাইস করছি আরও করব, প্রশ্ন করে বিব্রত করব না, মানুষ আগে বাঁচুক, পরে উৎসব। কেন্দ্র সরকার না বাড়ালেও আপনি অন্তত লক ডাউন বাড়িয়ে ৩০ তারিখ করে দিন।” এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন। ঈদের উৎসবের থেকে মানুষের জীবন অনেক আগে, এমন ভাবনা থেকেই এই চিঠি বলে জানা যাচ্ছে। যা নজিরবিহীন পদক্ষেপ বলেই মনে করছেন, সংশ্লিষ্ট মহলের একাংশ।

শনিবার ওই সংগঠনের পক্ষ থেকে একটি চিঠি লেখা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেখানে ইমামদের পক্ষ থেকে স্পষ্টতই বলা হয়েছে, কেন্দ্রের তরফে ১৭ মে পর্যন্ত লক ডাউন বাড়ানো হয়েছে, রাজ্যের তরফে তা ২১ তারিখ পর্যন্ত চলার কথা। কিন্তু ২৫ মে ঈদের কথা চিন্তা করে, লক ডাউন শিথিল করার কথা ভাবতে পারে সরকার। সেই আশঙ্কা থেকেই, এই সংগঠনের পক্ষ থেকে ওই চিঠিতে বলা হয়েছে, মানুষের জীবন আগে, উৎসব না। তাই কেন্দ্র বাড়ালেও এদিকে চিন্তা করে, রাজ্যের তরফে লক ডাউনের মেয়া দ কমপক্ষে ৩০ মে পর্যন্ত বাড়ানো হোক। তাঁদের বক্তব্য, অন্য দোকান কেন খোলা হল, তা নিয়েও কোনও প্রশ্ন করে তাঁরা বিব্রত করতে চান না। এই চিঠিতেই আরও বলা হয়েছে, লক ডাউন বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে দাবি তুলুন মুখ্যমন্ত্রী। যা করলেন, মুসলিম সংগঠন রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন বলেও জানিয়েছেন।

____________________________________
১০.০৫.২০২০
কলকাতা