১০ মিনিটেই সব শেষ! টিকিট ফুরিয়ে গেল নিমেষেই! হ্যাঁ, বহুদিন পরে, মাত্র ৩০ টি ট্রেন চালানোর কথা এবং তার টিকিট বুকিং শুরু হতেই এই অবস্থা হল এই রাজ্য থেকে নয়াদিল্লি যাওয়ার ট্রেনে।
প্রসঙ্গত, ১২ মে থেকে ১৫ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। দেশের ১৫ টি বড় শহরে এই ট্রেন পৌঁছনোর কথা। বিভিন্ন স্বাস্থ্যসংক্রান্ত পরীক্ষা সহ যাবতীয় পদ্ধতির পরেই এই ট্রেন-যাত্রা শুরু করবে বলে জানানো হয়েছে। কিন্তু যাঁরা ট্রেনে চড়বেন, তাঁদের টিকিট কাটার কথা আগেই জানায় রেল। সেইমতো সোমবার বিকেল ৪ টে থেকে অনলাইনে শুরু হয় প্রক্রিয়া, কিন্তু একসঙ্গে বহু মানুষের আগমন, ওয়েবসাইট নিতে পারেনি। ফের বন্ধ হয় প্রক্রিয়া। সমস্ত তথ্যের আপডেটের পর, আইআরসিটিসি-র পক্ষ থেকে জানানো হয়, সোমবার সন্ধ্যা ৬ টায় ফের টিকিট বিক্রি শুরু হবে।
বিভিন্ন জায়গা থেকে ট্রেনের ছাড়ার সময় তালিকা প্রকাশ করে রেল। নয়াদিল্লি থেকে বিলাসপুর মঙ্গলবার বিকেল ৪ টে, হাওরা থেকে নয়াদিল্লি বিকেল ৫.০৫ মিনিট, এই সময় তালিকা প্রকাশ করে। কিন্তু ৬ টায় শুরুর পরেই, তুলনায় বেশি টাকার টিকিট ৩ এসিতে থাকলেও, মাত্র ১০ মিনিটেই ফুরিয়ে যায় হাওড়া থেকে নয়াদিল্লি যাওয়ার ৩ এসি ট্রেনের টিকিট! এমনই বিস্ময়কর সংবাদ জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। রেলের এক আধিকারিককে উদ্ধৃত করে এই সংবাদ প্রকাশ করেছে ওই সংবাদসংস্থা।
______________________________
১১.০৫.২০২০
নয়াদিল্লি