শ্রীমতি শুভ্রা দে
- মেষ
শুভ সংখ্যা-৪ শুভ রঙ-লাল শুভ সময়- সকাল ৭টা-৮টা
কর্মজীবন- দুশ্চিন্তার কারণ কিন্তু বুদ্ধি দ্বারা অতিক্রম করা সম্ভব
পড়ুয়াদের জন্য শুভ সময়, পরিবারের সঙ্গ পাবেন ও পিতার সহযোগীতা পাবেন
প্রেমিক প্রেমিকাদের মনমালিন্যের সম্ভাবনা
- বৃষ
শুভ সংখ্যা-৬ শুভ রঙ- সবুজ শুভ সময়- সকাল ১১টা- ১২টা
কর্মজীবন- দুশ্চিন্তা থাকলেও অর্থ যোগানের রাস্তা তৈরি হবে । দূরে যাওয়ার যোগ রয়েছে ।
পড়ুয়াদের শুভ সময়,পড়াশুনায় উন্নতির যোগ। নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে।
প্রেমিক প্রেমিকাদের জন্য শুভ সময়, সম্পর্কে দৃঢ়তা।
- মিথুন
শুভ সংখ্যা-৯ শুভ রঙ- আকাশি শুভ সময়- বিকাল ৩টে-৪টে
পড়ুয়াদের অধ্যাবসায়ে দুর্দান্ত ফলের সম্ভাবনা, দুশ্চিন্তা দূর করতে হবে
প্রেমিক প্রেমিকাদের জন্য শুভ সময়, সম্পর্কে দৃঢ়তা, বিয়ের যোগ
- কর্কট
শুভ সংখ্যা- ২৪ শুভ রঙ- তুঁতে শুভ সময়- বিকেল ৫টা- ৭টা
কর্মজীবন- অতি শুভ, ভাগ্যে পরিবর্তন, উন্নতির যোগ
পড়ুয়াদের অধ্যাবসায়ে দুর্দান্ত ফলের সম্ভাবনা, দুশ্চিন্তা দূর করতে হবে
প্রেমিক প্রেমিকাদের জন্য দ্বৈত সম্পর্কের টানাপোড়েন
- সিংহ
শুভ সংখ্যা-৩ শুভ রঙ- বেগুনি শুভ সময়- দুপুর ১টা- ২টো
কর্মজীবন- দ্বৈত মনোভাব রাখায় সমস্যা
পড়ুয়াদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। শুভ যোগ
প্রেমিক প্রেমিকাদের শুভ সময়
- কন্যা
শুভ সংখ্যা-১৪ শুভ রঙ- কমলা শুভ সময়- সকাল ৯টা – ১০টা
কর্মজীবন- কর্মজীবনে দুশ্চিন্তা, নারীর তরফে সহযোগীতার হাত
পড়ুয়াদের অসময়ের অবসান
প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে শুভ সময়
যাঁরা বাড়ি কেনার কথা ভাবছেন তাঁদের শুভ যোগ
- তুলা
শুভ সংখ্যা-২,১০ শুভ রঙ- সবুজ শুভ সময়-দুপুর ২টো-৩টে
কর্মজীবন- কর্মজীবনে সমস্যা সমাধানে অগ্রগতি
পড়ুয়াদের শুভ সময়, নতুন উদ্যোগে উন্নতি
প্রেমিক প্রেমিকাদের দীর্ঘদিন পর সাক্ষাতের সুযোগ, মনমালিন্য দূর হওয়ার সম্ভাবনা
- বৃশ্চিক
শুভ সংখ্যা-১১ শুভ রঙ- কমলা শুভ সময়- সকাল ৮টা-৯টা
পড়ুয়াদের সামনে বহুমুখী রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনাশুভ সংখ্যা-৩৩ শুভ রঙ- বাদামী শুভ সময়- দুপুর ১টা-২টা
কর্মজীবন- ব্যাপক উন্নতির যোগ
পড়ুয়াদের ভীতি ও মানসিক অবসাদ কাটিয়ে উঠতে হবে।
প্রেমিকপ্রেমিকাদের যোগাযোগের রাস্তা খুলে যাবে
- ধনু
- শুভ সংখ্যা- ৬ শুভ রঙ- হলুদ শুভ সময়-বিকেল ৪টে- ৫টা
- কর্মজীবন- পুরোন বাধা কাটিয়ে উন্নতি, পরিবারকে পাশে পাবে
- পড়ুয়াদের ক্ষেত্রে শুভ সময়
- প্রেমিকপ্রেমিকদের নিজেদের উন্মুক্ত করা প্ৰয়োজন
- মকর
- শুভ সংখ্যা-৭ শুভ রঙ- আকাশী শুভ সময়- সন্ধ্যা
- কর্মজীবন- মানসিক অবসাদ কাটিয়ে উঠতে হবে
- প্রেমিক প্রেমিকাদের শুভ সময়
পড়ুয়াদের শিক্ষাক্ষেত্রে নতুন খবর, বাইরে যাওয়ার সুযোগের সম্ভাবনা
প্রেমিক প্রেমিকাদের বিয়ের যোগ
- কুম্ভ
শুভ সংখ্যা- ২ শুভ রঙ- গোলাপী শুভ সময়-সকাল ১০টা-১২টা
কর্মজীবন- হঠাৎ বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা
পড়ুয়াদের ক্ষেত্রে শুভযোগ, তবে খাটতে হবে
প্রেমিক প্রেমিকাদের নিজেদের মধ্যে সমস্যা সমাধানের সম্ভাবনা
- মীন
শুভ সংখ্যা-১৩ শুভ রঙ- লাল শুভ সময়- সকাল১০টা- ১১টা
কর্মজীবন- বহুমুখী সুযোগ ও উন্নতি
পড়ুয়াদের মনঃসংযোগ দরকার
প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে নতুন সম্পর্কের যোগ ও সেখান থেকে সুখ
শ্রীমতী শুভ্রা
(৭৬৮৬০৫৪২৭৯)
