শনিবার ছিল ১ লক্ষ ৭৩ হাজারের কিছু বেশি! আর ওইদিনই সরকারি মতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ৫ হাজার! আজ অর্থাৎ রবিবার সকালেই একলাফে দেশের করোনা সংক্রান্ত প্রায় সমস্ত রেকর্ড ছড়িয়ে গেল নিমেষেই! আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত গড়ে ফেলল নতুন রেকর্ড! একদিনে অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৮০ নতুন আক্রান্ত সহ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৮২ হাজার ১৪৩ জন! আর মৃত্যু? সেই সংখ্যা হল ৫ হাজার ১৬৪ ! এই হিসেব কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী। রবিবার সকাল পর্যন্ত এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে করোনা আক্রান্ত হওয়ার পরে, সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৯৮৪ জন। যাঁরা স্বাভাবিক জীবনে ফিরেছেন।আর ভারতে এখন ৮৯ হাজার ৯৯৫ জন করোনা ভাইরাসে আক্রান্তের চিকিৎসা চলছে। অনেকেই বলছেন, ৮ তারিখের পরে অর্থাৎ সামগ্রিকভাবে জুনের শেষ দিকে এই সংখ্যা ১০ লক্ষ হতেও খুব একটা সময় না নেওয়ায় সম্ভাবনা প্রবল।
৩১.০৫.২০২০
নয়াদিল্লি