ভারতীয় বলেই ব্যঙ্গ? হার্দিকের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নে বিতর্ক দেশজুড়ে!

থিয়াগো মেসির যখন ৫ বছর বয়স তখন লিওনেল মেসি বিয়ে বান্ধবীকে, বর্তমানে লিও তিন সন্তানের বাবা! অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনও বিয়েই করেনি, তাও সে ৪ সন্তানের বাবা! কিন্তু বিশ্বের এই তারকাদের কীর্তিতে প্রশ্ন কম উঠলেও, হার্দিক এত কালো হয়ে ফর্সা প্রেমিকা কেন পেলেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল ভুরি ভুরি! তবুও তিনি অবিচল! একপ্রকার ব্রেক দ্য স্টেরোটাইপে আর এক ভারতীয়র নাম উঠে আনলেন তিনি নিজেই।

সমস্ত তথাকথিত রীতিনীতিকে আমল না দিয়েই নিজের মনের কথা শুনলেন, ভারতীয় ক্রিকেট দলের অন্যতম অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া এবং তাঁর বিদেশী বান্ধবী নাতাশা। কিন্তু মনের কথা শোনা, সন্তান আসার খবর, ব্যক্তিগত পরিসরে সঠিক কাজ করলেও শান্তি নেই তাঁদের। একপ্রকার হার্দিক ট্রলের পাহাড় জমেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। যদিও বার বারই তিনি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কাছে বিতর্কের উপজীব্য এবং ট্রোল হন। কিন্তু এবারও অনেকাংশেই যেন তার অন্যথা হল না।

খুব সম্প্রতি, সকলের অগোচরে গাটছড়া বেঁধেছিলেন হার্দিক-নাতাশা। সেই ছবি প্রকাশ্যে আনার পাশাপাশি আরও একটি সুখবর দেন এই তারকা কাপল। তাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। জাতীয় দলের সতীর্থরা তো বটেই, এমনকি পরিবারের সদস্যরাও অনেকে জানতেন না নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বাগদান সেরেছেন হার্দিক পান্ডিয়া। বছরের প্রথম দিনেই টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডার, সার্বিয়ান মডেল-অভিনেত্রীর সঙ্গে আঙটি বদলের খবর সোশ্যাল মিডিয়ায় নিজেরাই জানান দেন।

বাগদানের পর থেকে হার্দিক ও নাতাশা একসঙ্গে সময় কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে বার বারই প্রাকাশ্যে এনেছেন। লকডাউনের সময় পান্ডিয়ার পরিবারের সঙ্গেই দেখা গিয়েছে নাতাশাকে। এবার সেই সোশ্যাল মিডিয়াতেই ইনস্টাগ্রামে নাতাশার বেবি বাম্পে হাত রাখা ছবি পোস্ট করে পান্ডিয়া জানান, প্রথম সন্তানের বাবা হতে চলেছেন তিনি। তাঁদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে জানতে পেরে জাতীয় দলের সতীর্থরা তো বটেই, তারকা অল-রাউন্ডারকে অভিনন্দন জানিয়েছেন কোচ রবি শাস্ত্রীও। ক্যাপ্টেন বিরাট কোহলি পান্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছে। পান্ডিয়ার আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সও শুভেচ্ছা জানিয়ে লেখে, ‘হার্দিক ও নাতাশাকে অনেক শুভেচ্ছা।’

প্রসঙ্গত, বছরের শুরুর দিন ১ জানুয়ারি সার্বিয়ান মডেল নাতাশার সঙ্গে বাগদান করেন হার্দিক ৷ বছর শুরুতেই দুবাইতে ছুটি কাটাতে গিয়ে, সমুদ্র পাড়ে অভিনেত্রীর সামনে হাঁটু গেড়ে বসে হাতে আংটি পরিয়ে দেন পাণ্ডিয়া ৷ তার ঠিক ৫ মাস পরে বাবা হওয়ার সুখবরটাও ফ্যানদের দিয়ে ফেলেন হার্দিক নিজেই। সোশ্যালে এই তারকা কাপলের অনুগামীদের শুভেচ্ছার বন্যা বয়ে যায় এই সুখবরে।

কিন্তু একদা করকে আয়া খ্যাত হার্দিক ক্রিকেটের সফলতার পাশাপাশি বিতর্কে ও সেরা! অনেকেই বলেন তিনি না চাইতেই বিতর্ক তাঁর সঙ্গী হয়। এবারও সেটাই হয়েছে, তাঁর বান্ধবী, তাঁর স্ত্রী, তাঁর পরিবার, সন্তানের খবর তিনি দিলেও, অনেকের খাওয়া-ঘুম নাকি উবে গিয়েছে হার্দিকের ভুল ধরতে! কীভাবে হঠাৎ সন্তান এল, নাতাশাকে সত্যিই বিয়ে করেছেন কিনা! এসব অবান্তর প্রশ্নও কেউ কেউ করেছেন সোস্যাল মিডিয়া জুড়ে। যা দেখে অনেকেই বলছেন, ‘একথা হার্দিকের জন্য বললেও, মেসি, রোনাল্ডোদের ক্ষেত্রে বলতে গেলে তাঁদের মুখে কুলুপ থাকাটা কী মানসিক বিকৃতি?’


০২.০৬.২০২০

PB

ছবি সৌজন্যে: টুইটার