লকডাউনে বৃদ্ধি পেয়েছে ১০০ দিনের কাজের তাগিদ! একমাত্র ভরসায় গ্রাম বাংলা!

করোনা প্রভাবের মধ্যেই বেনজির অবস্থা সৃষ্টি হয়েছে দেশজুড়ে! ক্রমশ ভাঙছে অর্থনীতির ভিত্তি! এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকেই বলছেন, এই লক ডাউন অনেকাংশে যেন কোমর ভেঙেছে অর্থনীতির! হতাশা আর কাজহীন অবস্থাতেই বন্দি অবস্থায় রয়েছেন অনেকেই।

কাজ হারিয়ে নিজের নিজের বাড়ি ফিরে এসেছেন পরিযায়ী শ্রমিকেরা। কিন্তু এখানে এসেও তো কাজ চাই কিছু ক্ষুন্নিবৃত্তি করার জন্যে। তাই হঠাৎ করেই চাহিদা বেড়েছে গ্রামীন এলাকায় ১০০ দিনের কাজের।যে প্রকল্পের নাম, মহাত্মা গান্ধী রুরাল এম্প্লয়মেন্ট গ্যারান্টি স্কিম বা Mahatma Gandhi Rural Employment Guarantee Scheme। তথ্য অনুযায়ী গত ৮ বছরের মধ্যে এই প্রথম এত চাহিদা বেড়েছে মাহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি এক্ট এর আওতায় থাকা এই কর্ম প্রকল্পে। সরকারি তথ্য অনুযায়ী আরও জানা যায়, প্রতিদিন গড়ে প্রায় ২.৫ কোটি কর্মসংস্থান হয়েছে মে মাসে। সেটা এই কাজের সূত্রেই মূলত।


ইতিমধ্যেই বেশ কয়েক কোটি মানুষ কাজ পেয়েছেন। বছরের শেষে সংখ্যাটা আরও বাড়বে বলেই একপ্রকার নিশ্চিত কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। ১৯ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই কাজের চাহিদা সবচেয়ে বেশি। মূলত এই ১৯টি রাজ্য থেকেই পরিযায়ী শ্রমিকরা আসতেন।
কাজের নিরিখে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। তারপরেই রয়েছে পশ্চিমবঙ্গ।


০৪.০৬.২০২০

স্বাতী সেনাপতি