GasLeakLive: বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী। মৃত্যু ৮ জনের। ফোনে মোদী-জগমোহন কথা।

ভোররাতে ভাইজ্যাগে ঘটে এই দুর্ঘটনা! একটি বেসরকারি সংস্থার প্ল্যাস্টিক কারখানার গ্যাস লিক করে ভয়াবহ পরিস্থিতির আকার গ্রহণ করে, ওই এলাকা। প্রথমে ৩, তারপর ক্রমে ক্রমে বাড়তে থাকে মৃত্যু। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামলাতে চেষ্টা করে পুলিশ, দমকল। তারপর ঘটনাস্থলে যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার করা হয় বহু মানুষকে। পাশের এলাকার প্রায় কয়েকহাজার মানুষকে সরানো হয়। অসুস্থ কমপক্ষে ১০০০ জন। প্রায় ৫ ঘণ্টা পর হাসপাতালে যান, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন। খানিকক্ষণ আগেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয় তাঁর। এদিকে এই বিষয়ে নিজের বাসভবনে একটি বৈঠকে উপস্থিত হচ্ছেন প্রধানমন্ত্রী। স্থানীয় পুলিশ কমিশনার বলেছেন, জায়গাটি ফাঁকা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে কেন ঘটল এই ঘটনা, তা প্রশ্ন উঠছে!

?সকলের সুরক্ষা প্রার্থনা, প্রধানমন্ত্রীর।
? বিশাপত্তনম যাচ্ছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।
?দোষ রাজ্য সরকারের তোপ স্থানীয় বিজেপি নেতার।
?এখনও উদ্ধারে NDRF

??১৫০০ লোককে সরানো হয়েছে, ৮০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়, জানালেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান।