মমতার ‘অঞ্জলি’তেই দুঃস্থদের খাদ্যের যোগান গঙ্গারামপুরে!

বিধ্বংস আমফান ও মহামারী করোনার জেরে সমস্যায় পড়েছেন রাজ্যের অসহায় মানুষেরা।বরাবরই রাজ্য সরকার তাঁদের পাশে থেকে সাহায্য করে চলেছেন দাবি ওঠে বারবার।

এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর প্রকল্প ‘অঞ্জলি’র ফলে উপকৃত হচ্ছেন অসহায় মহিলারা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয়া চন্দ্রীমা ভট্টাচার্যের নেতৃত্বে ও দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেস গঙ্গারামপুর টাউন তৃণমূল মহিলা কংগ্রেসের যৌথ উদ্যোগে, মমতা ব্যানার্জির নতুন প্রকল্প, অঞ্জলি প্রকল্পের মাধ্যমে বুধবার গঙ্গারামপুরের ফুটবল মাঠে ফুটবল ক্লাব থেকে গঙ্গারামপুর পৌর এলাকার অসহায় প্রায় ২০০ জন মহিলাদের হাতে কিছু সবজি তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি মিঠু জোয়াদ্দার, গঙ্গারামপুর ৪১ নং বিধানসভার বিধায়ক গৌতম দাস, গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য রাকেশ পন্ডিত, দক্ষিণ দিনাজপুর জেলার কিষান ক্ষেতমজুর সভাপতি আবু হায়দার আলী, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি ললিতা টিগ্গা, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের কার্যকারী সভাপতি দেবযানী দত্ত, গঙ্গারামপুর টাউন তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি শম্পা বিশ্বাস সহ আরো অন্যান্যরা।এদিন উপস্থিত অসহায় মহিলাদের হাতে খাদ্যাসামগ্রী তুলে দিয়ে নজির সৃষ্টি করলেন তা বলাই বাহুল্য। উপস্থিত মহিলারা মহিলা তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর প্রকল্প অঞ্জলির অভিনব উদ্যোগকে ধন্যবাদ ও কূর্নিশ জানিয়েছেন।


০৪.০৬.২০২০

পল মৈত্র, দক্ষিণ দিনাজপুর