২৫ মের একটি ঘটনা, যা সমস্ত কিছুকে ছাপিয়ে উত্তাল করে দিয়েছে আমেরিকার পরিস্থিতি! করোনা ভুলে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন এখন ব্যস্ত এই বিক্ষোভের নিয়ন্ত্রণে। সেনা মোতায়েনের হুমকি, পুলিশের হাঁটু ভাঁজ করে পাশে থাকার বার্তা, কোনকিছুতেই কিছু হচ্ছে না! বরঞ্চ ক্রমশ বাড়ছে মার্কিন মুলুকে #BlackLivesMatter এর বিক্ষোভ ভাঙচুর। এবার এর প্রভাব পড়ল ভারতেও! ভারত তথা মহাত্মা গান্ধীর মূর্তির উপরেও লাগল এর আঁচ! ওয়াশিং টন ডিসি তে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে থাকা মহাত্মা গান্ধীর মূর্তি ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিক্ষোভ কারীদের বিরুদ্ধে। জর্জ ফ্লয়েড এর মৃত্যুর প্রতিবাদে নেমে তাঁরা ভেঙে দিলেন ওই মূর্তি! এই অভিযোগের তদন্ত শুরু করেছে মার্কিন প্রশাসন। যদিও ঘটনার নিন্দা শুরু হয়েছে বিশ্বজুড়ে!

০৪.০৬.২০২০