সোমবার থেকে চালু হচ্ছে ফেরি পরিষেবা

সোমবার থেকে ৪০% যাত্রী নিয়ে ফেরি পরিষেবা শুরু হবে পশ্চিমবঙ্গে। সামাজিক দূরত্বের নিয়মগুলি মেনে চলতে হবে এবং মুখোশ ছাড়া যাত্রীদের জালযানে উঠতে দেওয়া হবে না এমনটাই নিয়ম করা হয়েছে। প্রতি এক ঘণ্টা অন্তর পরিষেবা মিলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৬টা পরিষেবা পাওয়া যাবে।

ফেরি পরিষেবাগুলি নিম্নলিখিত রুটে পাওয়া যাবে-
হাওড়া-শিপিং
হাওড়া-ফারলি
ফারলি-কুঠিঘাট হয়ে রতনবাবু ঘাট, কাশীপুর ঘাট, বাগবাজার ঘাট
কুঠিঘাট-বেলুড়
নূরপুর-গাদিয়াড়া
নাজিরগঞ্জ-মেটিয়াবুরুজ
রামকৃষ্ণপুর-চাঁদপাল
চাঁদপাল-হাওড়া হয়ে ফারলি
হাওড়া-বাগবাজার হয়ে আহেরিটোলা এবং শোভাবাজার ঘাট

কভিড-১৯ এর জন্য ফেরি চলাচল পরিচালনা করতে
সমস্ত সুরক্ষার নিয়মাবলী বজায় রাখতে। অভ্যন্তরীণ জল পরিবহনের নিরাপদ পরিচালনার জন্য মিউনিসিপ্যাল কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকল নিয়মাবলী শর্তসাপেক্ষে মানতে হবে, জনসাধারণের সুরক্ষার জন্য।