করোনা আবহে এবার ডিজিটাল হল যোগা দিবস

প্রতি বছর সারা বিশ্বেই ২১শে জুন ঘটা করে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। ভারতবর্ষেও নানান জায়গায় নানান কর্মসূচির মাধ্যমে এই দিনটি পালিত হয়। প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মকর্তারা নিজেরা যোগদান করে যোগাভ্যাসে উৎসাহ দেন সবাইকে। কিন্তু করোনার জন্যে এবার সেসব কিছুই সম্ভব হচ্ছেনা। হবেনা কোনও বৃহৎ সমাবেশও।

তাই এবার যোগ দিবস পালন হবে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে। আয়ুশ মন্ত্রক এবং ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ(ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন-আইসিসিআর) যৌথভাবে এই দিনটি পালন করবে।
এই বছরের থিম হল ‘ যোগা এট হোম এন্ড যোগা উইথ ফ্যামিলি’ অর্থাৎ বাড়িতে থেকেই যোগ অভ্যাস করুন এবং পরিবারের সঙ্গে মিলিত ভাবে যোগা করুন। ২১শে জুন সকাল ৭টায় এভাবেই পালিত হবে এই বিশেষ দিনটি। বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হবে করোনা পরিস্তিতিতে যোগার মাধ্যমে সুস্থ থাকা এবং রোগ প্রতিরোধ করার বিষয়ে। এই অনুষ্ঠানকে আরও চিত্তাকর্ষক বানানোর জন্যে একটি যোগা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ‘মাই লাইফ মাই যোগ’ ভিডিও ব্লগিংয়ের মাধ্যমে প্রতিযোগিতায় সকলকে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন। MyGov.gov.in এই পোর্টালে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যা চলবে ১৫জুন পর্যন্ত। রয়েছে ৩টি বিভাগ। অনুর্দ্ধ ১৮, প্রাপ্তবয়স্ক এবং যোগাসনে পেশাদারি ব্যক্তি। রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা বিভাগ। অর্থাৎ মোট ৬টি বিভাগে চলবে প্রতিযোগিতা। প্রতিযোগিতার পুরস্কার স্বরূপ প্রথম স্থানাধিকারী পাবেন ১লক্ষ টাকা, দ্বিতীয় স্থানাধিকারী পাবেন ৫০হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারী পাবেন ২৫হাজার টাকা। শুধু তাই নয় আন্তর্জাতিক স্তরে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারের মূল্য যথাক্রমে ২৫০০ মার্কিন ডলার, ১৫০০ মার্কিন ডলার এবং ১০০০ মার্কিন ডলার।

Swati Senapati, Kolkata