মহ: নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর,২৭ মে: দশম শ্রেণির এক নিখোঁজ ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার দ্বেগুন এলাকায়। স্থানীয় লোকজন আজ সকালে ওই ছাত্রীর মাটিতে পোঁতা দেহের একাংশ বেড়িয়ে আসতে দেখে স্থানীয় ভালুকা ফাঁড়ির পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস ও ভালুকা ফাঁড়ির ইনচার্জ বিমল কুমার দাস। মেয়েটিকে উদ্ধার করে ভালুকা ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ।
ময়নাতদন্তের জন্য মৃত দেহটি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান বলে খবর। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রী হরিশ্চন্দ্রপুর থানার রাঙাইপুর গ্রামের বাসিন্দা। সে চীতলিয়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করত। মৃতার পরিবারের তরফ থেকে পুলিশের কাছে অভিযোগ জানায় মৃতার দাদা অভিযোগ করে বলেন নয় দিন আগে তার বোন হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের পরের দিন হরিশ্চন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করে। পরে তারা জানতে পারে চাঁচল থানার রানাঘাট পরানপুর এলাকার এক যুবকের সঙ্গে প্রেম চলত বলে অনুমান। হয়তো প্রেমঘটিত কারণে তাঁর বোনকে ধর্ষণ করে ঘুন করে মাটিতে পুঁতে দিয়েছে বলে সন্দেহ। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ একটি খুনের মামলা রুজু করেছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।