ভারতেই আবিষ্কার হতে চলেছে করোনা ভাইরাসের ভ্যাক্সিন?

যত দিন যাচ্ছে মহামারীর শিকড় চারিয়ে যাচ্ছে পৃথিবীর বুকে। প্রতিদিন মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। এমত অবস্থায় ‘হু’ এর কণ্ঠে শোনা গিয়েছে অসহয়তার কথা। যতদিন না কোনও ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে করোনাকে নিয়েই চলতে হবে। থেমে নেই বিজ্ঞান এবং বিজ্ঞানীরা। নিরলস পরিশ্রম করে চলেছেন ভ্যাকসিন আবিষ্কার করে মানবসভ্যতাকে রক্ষা করার।

আমেরিকা, ইতালি, চীন নিজেদের মত করে চেষ্টা করছে। পিছিয়ে নেই ভারতও। অতি সম্প্রতি ভারতের তৈরি ৪টি ভ্যাকসিন মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র পেয়েছে।
একটি প্রথম সারির দৈনিকের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে বিভিন্ন ভ্যাকসিনের পরীক্ষা চলছে বিভিন্ন ধাপে। যার মধ্যে ৪টি ইতিমধ্যেই আশানুরূপ ফল দেখাচ্ছে এবং খুব শীঘ্রই সেগুলি মানব শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ শুরু করা হবে। ৩ থেকে ৬ মাসের মধ্যেই সেগুলি ক্লিনিক্যাল ট্রায়াল এর প্রথম ধাপে প্রবেশ করবে। এই ধাপে মূলত ছোট গোষ্ঠীর মধ্যে ভ্যাকসিন প্রয়োগ করে দেখা হয় সেগুলি কার্যকরী হচ্ছে কিনা।


প্রসঙ্গত, ভারতের বিভিন্ন ল্যাবে ৩০টিরও বেশি ভ্যাকসিন বিভিন্ন পর্যায়ে রয়েছে। যার মধ্যে ২০টির ফল আশানুরূপ।এইমুহূর্তে বিশ্বজুড়ে প্রায় ১০০টি ভ্যাকসিন বিভিন্ন পর্যায়ে রয়েছে। চলছে জোর কদমে ভ্যাকসিন তৈরির কাজ। কাজেই এই প্রতিযোগিতার মধ্যে ভারতই শেষ হাসি হাসবে কিনা সেটার দিকে তাকিয়ে রয়েছে তামাম দুনিয়া।


০১.০৬.২০২০

রিপোর্ট: স্বাতী সেনাপতি