করোনায় সুখবর! এক ধাক্কায়, রাজ্যে করোনা পরীক্ষার খরচ কমল কয়েকহাজার!

করোনায় সুখবর! হ্যাঁ, আক্রান্তের সংখ্যা দেশজুড়ে ২ লক্ষ হওয়ার দিকে এগোলেও, রাজ্যে আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়লেও! করোনা পরীক্ষার ক্ষেত্রে সুখবর দিল রাজ্য! এবার আইসিএমআর-এর পরামর্শ মেনে এরাজ্যেও করোনা পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ বেসরকারি ল্যাবে পরীক্ষার ক্ষেত্রে একধাক্কায় কমল কয়েকহাজার টাকা। বেসরকারি ল্যাব তো বটেই! রাজ্যের তরফে বেসরকারি উদ্যোগে এলগিন রোড এবং নিউ টাউনে মাত্র ২৮০০ টাকায় করা যাবে পরীক্ষা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের তরফে এমন সিদ্ধান্ত গ্রহণে করোনা নিয়ন্ত্রণে সঠিক পদক্ষেপ বলেই মনে করছে, বিশেষজ্ঞ মহলের একাংশ।

প্রসঙ্গত, রাজ্যে ক্রমে ক্রমে ৩২ টি জায়গায় করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে রাজ্য। ১১ টি বেসরকারি পরীক্ষা কেন্দ্র সহ এই ব্যবস্থা চলেছে। প্রতিদিন কয়েক হাজার লালারসের নমুনা পরীক্ষা হচ্ছে রাজ্যের এইসমস্ত পরীক্ষাগারে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোথাও কোথাও বেসরকারি ক্ষেত্রে কোভিড ১৯ নভেল করোনা ভাইরাস পরীক্ষার ক্ষেত্রে , পরীক্ষার বিপুল খরচ নিয়ে প্রশ্ন উঠছিল। কেন কেন্দ্র বেসরকারি ক্ষেত্রে পরীক্ষার খরচ কমাচ্ছে না, সেই প্রশ্নও ওঠে। দেশের শীর্ষ আদালতে মামলাও হয়। কিন্তু তারপরেও এই খরচের ক্ষেত্রে রাশ টানা যাচ্ছিল না। দেশে তৈরি কম খরচের কিটের ব্যবস্থার পরেও এই সমস্যা চলছিল। এবার এই পরিপ্রেক্ষিতেই ব্যবস্থা নিল এই রাজ্য। মূলত, কলকাতার দুই প্রান্তে দক্ষিণে এলগীন রোড, আর রাজারহাটে বেসরকারি সংযোগে কম খরচে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হল। যে খরচ আগে প্রায় ৪৫০০ টাকা ছিল, সেটাই কমে হল ২৮০০ টাকা! শুধুমাত্র এই দুই জায়গার ক্ষেত্রেই এই রেট প্রযোজ্য বলেই জানা গিয়েছে। বাকি বেসরকারি ক্ষেত্রেও দাম কমে হওয়ার সম্ভাবনা ৩৪০০ টাকা। আইসিএমআরের পরামর্শ এবং রাজ্যের এই উদ্যোগে যথেষ্ট সুবিধা পাবেন সাধারণ মানুষ, এমনই মনে করছেন অনেকেই।

 


০৭.০৬.২০২০

কলকাতা