নতুন সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এল এবার! বহুদিন বন্ধ থাকার পরে, ফের খুলবে বিনোদন জগৎ? অর্থাৎ তার কাজ শুরু হওয়া নিয়ে আশার আলো দেখা গেল এবার। রীতিমতো পুরোনো নির্দেশিকা সংশোধন করে, নতুন নির্দেশিকায় বলা হয়েছে,
আগামী ১ জুন থেকে সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজের শ্যুটিং শুরু করা যাবে। ওই সংশোধনীতে আরও বলা হয়েছে, এই শ্যুটিং ইউনিটে ৩৫ জনের বেশি থাকতে পারবেন না। তবে, রিয়ালিটি শোয়ের শুটিং হবে না এখন। বাকি সবক্ষেত্রে সোশ্যাল ডিস্টান্সিং, স্বাস্থ্যবিধি মেনে শুটিং করতে হিবে। মাস্ক পরা বাধ্যতামূলক। না হলেই আইনি ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।
১ অগাস্টের আগে টলিউডে শুটিং নয়! এই নির্দেশিকার মধ্যেই এবার এল সংশোধন। শুটিং শুরু হতে পারে কদিন পর থেকেই অর্থাৎ ১ জুন থেকেই।
এই নির্দেশ আসার পর তুলনামূলকভাবে স্বস্তিতে কলাকুশলীদের বড় অংশ। ধারাবাহিক, সিনেমা সহ বিভিন্ন ধরণের শ্যুটিং নিয়ে এমনই নির্দেশিকা প্রকাশ্যে আসার পরে খুশি তাঁরা। একেবারে লক ডাউনের প্রথম পর্ব থেকেই বন্ধ ছিল শ্যুটিং । বন্ধ থাকে বহু কলাকুশলীদের রোজগারের একমাত্র পথ। এবার সেই অবস্থায় বহাল না থাকায় খানিকটা সুরাহা হবে তাঁদের। যা অনিশ্চিয়তার মধ্যে থাকা বহু মানুষের কর্মসংস্থান করবে ফের।
প্রসঙ্গত, মার্চের শেষ সপ্তাহ থেকেই কাজ হীন ভাবে বসে ছিলেন হাজার হাজার শিল্পী, টেকনিশিয়ান। সর্বাধিক সমস্যায় ছিলেন তাঁরা, যাঁদের দিন হিসেবে উপার্জন হত। এইসমস্ত মানুষদের সাহায্যে এগিয়ে আসেন বহু খ্যাতনামা অভিনেতা, অভিনেত্রীরা। তাঁদের উপার্জন থেকে বহু এই ধরণের মানুষদের জন্য অর্থ সাহায্য প্রদান করা হয়। তাঁদের ব্যাংক একাউন্টে পাঠানো হয় টাকা। শুধু কলকাতার ক্ষেত্রেই না, একেবারে মুম্বই অর্থাৎ বলিউড সিনেমা জগতের ক্ষেত্রেও সলমন খানের মতো অভিনেতা অভিনেত্রীরা তরফে বিপুল অর্থ সাহায্য করা হয়। কিন্তু তা সত্ত্বেও, বহু মানুষের সমস্যা ক্রমশ বাড়ছিল। একাধারে রোজগার বন্ধ আরেকদিকে, সংসার চালাতে হিমশিম খাওয়া, দুইয়ের মধ্যেই অত্যন্ত সমস্যায় পড়ে ছিলেন একাধিক। সম্প্রতি এক জুনিয়র আর্টিস্ট আত্মহত্যা করেন বলেও জানা যায়। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে নিয়ম মেনে শ্যুটিং করার সিদ্ধান্ত ভালোভাবেই নিচ্ছেন কলাকুশলীদের প্রায় সকলেই!
এই সিদ্ধান্তের পরেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেউ কেউ! টলিউডের এক জুনিয়র অভিনেতা জানান, “ভালো লাগছে। নিয়মের মধ্যে থেকে কাজ করতেই হবে, কিন্তু সেটা হলেও অন্তত পেট তো চলবে! খাওয়ার কষ্ট মিটবে!’‘
আরেকজন সহ-পরিচালক জানান, সাহায্য নিয়েছি, কিন্তু নিজের উপার্জনের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় ভীষন সমস্যায় ছিলাম। সব কিছুই মানব! সব মেনেই যা করা সম্ভব সেটা করব।
৩০.০৫.২০২০
কলকাতা
PB