একদিনে মৃতের সংখ্যাও রেকর্ড গড়ল দেশে! করোনা ত্রাসে বিপর্যস্ত জনতা!

একদিনে ভারতে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃতের সংখ্যা ২৯৫। শুক্রবার ভারতে মোট করোনা আক্রন্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৬ হাজার ১১৭। আমেরিকার জন হপকিন্স বিশ্ব বিদ্যালয়ের এবং ভারতের রাজ্য সরকারগুলির তথ্য প্রকাশের নিরিখে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী দেখা গিয়েছে, এদিন ভারত করোনায় আক্রান্তের নিরিখে ইতালিকে ছাপিয়ে গিয়েছে। এদিন ইতালির মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার ৫৩১ জন। বিশ্বে করোনা আক্রান্তের স্থান ষষ্ঠ এবং ইতালি সপ্তম স্থানে।

ইতিমধ্যে ভারত চিনকে অতিক্রম করেছে এবার ইতালিকেও অতিক্রম করল কভিড-১৯ আক্রান্তের নিরিখে৷ দেশের সরকার নানা রকমের পদক্ষেপ গ্রহণ করছে করোনা থেকে বাঁচতে৷ গত বছরের শেষ দিকে ভাইরাসটি উদ্ভূত হয়েছিল – মাত্র এক সপ্তাহ আগে বিশ্বের নিরিখে নবম স্থানে ছিল ভারত। মে মাস থেকে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ পরিমানে বাড়ছে। কেন্দ্র বড় বড় শহরেগুলো থেকে পরিযায়ীদের বিশেষ ট্রেনে করে গ্রামে ফেরানো সিদ্ধান্তের অনুমতির পর, কারন বহু পরিযায়ী এবং বিশেষ ফ্লাইটে করে যারা ফিরছে নিজেদের শহরে বা গ্রামে তাদের মধ্যে অনেকের করোনা ধরা পড়েছে। ফলে প্রচণ্ড ছোঁয়াছে হওয়ার কারনে আক্রান্তের সংখ্যা বেড়েছে।

বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে শনিবার সকাল পর্যন্ত আপডেট অনুযায়ী সর্বোচ্চ স্থানে রয়েছে আমেরিকা। মোট আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৬৫ হাজার ৭০৮ জন, মৃতের সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৩৯০ জন। এর পর রয়েছে ব্রাজিল, রাশিয়া, স্পেন, ইউকে এবং ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। ভারত ইতিমধ্যে ইতালিকে টপকে ফেলেছে। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৯৯৪ এবং মৃতের সংখ্যা ৬,৬৪৯ জন। নতুন আক্রান্তের সংখ্যা ৭৭০ জন৷ সেরে উঠেছেন ১ লক্ষ ১৪ হাজার ৭৩ জন৷ অন্যদিকে, ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার ৫৩১ জন।