রাজনীতি না, একসঙ্গে লড়তে হবে, বৈঠকে সওয়াল মমতার।

৫১ দিন। তারমধ্যেই আজ অর্থাৎ সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে পঞ্চম দফায় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, তাঁদের বক্তব্য পেশ করছেন। ইতিমধ্যেই বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সবার সামনেই তোপ দাগেন কেন্দ্রকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সঙ্কটকালে রাজনীতি করছে কেন্দ্র, রাজ্য কোনও চিঠি পাওয়ার আগেই সেটি বেরিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, সংবিধানকে সম্মান দিয়ে এই বিষয়টি বন্ধ হওয়া প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, বিভিন্ন রাজ্য করোনা মোকাবিলায় ভালো কাজ করছে। এখন রাজনীতির সময় না, সকলকে মিলেমিশে কাজ করতে হবে বলেও জানান তিনি। মূলত, এই বৈঠকে প্রায় সব রাজ্যই লক ডাউন বাড়ানোর পক্ষেই সওয়াল করে। আংশিক কিছু ক্ষেত্র এবং এলাকা বিশেষে ছাড় দিয়ে, লকডাউন বাড়ানোর পক্ষেই বলেন, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গের মতো বিভিন্ন রাজ্য।

ইতিমধ্যেই, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের মতো রাজ্য, এমনকি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও লকডাউন বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন। নীতিশ কুমার বলেন, বিভিন্ন রাজ্য থেকে লোকের ফেরার জন্য আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। আবার, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দ্র বলেন, জীবন বাঁচানো এবং চালানো দুটোই প্রয়োজন। এদিকে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী জগন্মহন প্যাসেঞ্জার ট্রেন চালানোর তীব্র বিরোধিতা করেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, লকডাউন না বাড়ালে বাঁচা অসম্ভব। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ক্যান্টনমেন্ট এলাকা ছাড়া বাকি এলাকায় আর্থিক গতিবিধি শুরু হওয়া প্রয়োজন।

_________________________________
১১.০৫.২০২০
নয়াদিল্লি এবং কলকাতা