চাঁচল, ১ জুন: সোমবার মালদহের চাঁচল ২ নং ব্লকের মালতিপুর জিপির কালিগঞ্জ গ্রামে গলার নালি কাটা মৃত দেহকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রাত্রি প্রায় সাড়ে ন’টা নাগাদ সনুয়া শেখ (৫০), তাঁর খুন হয়েছে বলে চাউর হয় ওই এলাকায়। খবর দেওয়া হয় চাঁচল থানার পুলিশকে। ঘটনাস্থলে ছুটে যায় চাঁচল পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সনুয়া সেখ (৫০) পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরেই খুন হয়েছেন সনুয়া শেখ। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। নিথর দেহটি এদিন চাঁচল থানার মর্গে নিয়ে আসা হয় বলে খবর। মঙ্গলবার সকালে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন চাঁচল থানার পুলিশ।
রিপোর্ট: মহম্মদ নাজিম আক্তার
মালদা