করোনা ছড়ানোর দায়? সোশ্যাল মিডিয়া জুড়ে চিনা অ্যাপ, পণ্য বয়কটের হিড়িক বিশ্বে!

দিন দিন লাফিয়ে বেড়ে চলেছে মারণ করোনার সংক্রমণ। বিশ্বজুড়ে ক্রমেই তীব্রতর হচ্ছে করোনা মহামারীর দাপট। চিনের উহান থেকে এই ভাইরাস ছড়ালেও বর্তমানে এর কবলে গোটা বিশ্ব। নানান সময়ে আঙুল উঠেছে উহানকেন্দ্রিক এই ভাইরাস ছড়িয়ে পড়ায় চীনের ভূমিকা নিয়ে। সঠিক সময়ে সঠিক তথ্য না জানানো, তথ্যগোপন করে এই রোগ ছড়িয়ে যেতে পরোক্ষে মদত করা এমনই সব বিস্ফোরক দাবি উঠে এসেছে।


তাই স্বভাবতই চিনের প্রতি মানুষের ক্ষোভ ছিলই। করোনায় মৃতের সংখ্যা লাফিয়ে বাড়তে থাকায় সেই ক্ষোভ আরও ঘনীভূত হয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে চিনকে বয়কট করার ক্যাম্পেন। আমেরিকা, ভারত সহ বহুদেশের নেটিজেনরা স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পেনে অংশগ্রহণ করছে। টুইটারে ট্রেন্ড করছে #বয়কটচিন। শুরু হয়েছে মোবাইল থেকে চাইনিজ সফটওয়্যার এবং অ্যাপ আনইন্সটল করার কাজ। এই ক্যাম্পেনে সাড়া দিয়ে ইতিমধ্যেই বহু মানুষ চাইনিজ অ্যাপ আনইন্সটল করে দিয়েছেন বহু মানুষ। শুধু তাই নয় ডাক দেওয়া হয়েছে চিনা পণ্য বর্জন করারও। বিক্রি হচ্ছে বয়কট চিন লেখা টুপি, টি শার্ট!

বলিউডের তারকারা একের পর এক টিকটক সহ বিভিন্ন চিনা অ্যাপকে আনইন্সটল করছেন। এই ট্রেন্ডে গতি পায়, ‘থ্রি ইডিয়টে’র আসল ‘র‍্যঞ্চো’ অর্থাৎ সোনম ওয়াংচু নিজেই চিনের দ্রব্যকে বাতিল করতে বলেন। তারপরেই ভারতজুড়ে আরও গতি পায় এই ক্যাম্পেন। বাবা রামদেব নিজেও এর বিরুদ্ধে সরব হন ফের।

তবে সত্যিই এভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চিনকে জব্দ করা সম্ভব কিনা সেদিকই তাকিয়ে বাকি দুনিয়া!


০১.০৬.২০২০

রিপোর্ট: স্বাতী সেনাপতি

ছবি সৌজন্যে: টুইটার