বয়কট চিন! এই লেখার টিশার্ট, টুপি তৈরি হচ্ছে চিনের কারখানাগুলিতেই?

কথায় বলে চিনাদের বুদ্ধি বোঝে কার সাধ্যি!

আর চিন দেশের ব্যবসায়িক বুদ্ধি এবং দ্রুতগতিতে উত্থান গোটা বিশ্বেই বিস্ময় জাগায়। ট্রেন্ড বুঝে চলতি হওয়ায় কিভাবে নিজেদের ব্যবসা বাড়িয়ে নেওয়া যায় সেই ব্যাপারে চিন সিদ্ধহস্ত। এরকমই একটি ট্রেন্ড নিয়ে চিনের মার্কেটিং কৌশল দেখে চোখ কপালে উঠেছে বিশ্বের তাবড় ব্যবসায়িক প্রকৌসুলিদের।

সম্প্রতি ভারত, আমেরিকা সহ বিশ্বের বহু দেশে শুরু হয়েছে #বয়কটচিন ক্যাম্পেন। যার জেরে দেদার বিক্রি হচ্ছে #বয়কটচিন লেখা টিশার্ট, টুপি, ব্যাগ ইত্যাদি।কিন্তু জানেন কি সেই জিনিসগুলো খোদ চিনের কারখানাতেই তৈরি হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চিনের বস্ত্র তৈরির কারখানা গুলিতে এইসব টিশার্ট টুপি ব্যাগ তৈরি হচ্ছে বেশ কিছুদিন আগে ভারত চিন সীমান্তে উত্তেজনা এই #বয়কটচিন ক্যাম্পেনে স্ফুলিঙ্গ যোগ করেছে। শুরু হয়েছে চিনা সফটওয়্যার, এপ সহ চিনা পণ্য বর্জনের হিড়িক।

বাস্তবের র‍্যাঞ্চো লাদাখের সোনম ওয়াংচু, বাবা রামদেব সহ একধিক বলিউড স্টাররা অংশ নিয়েছেন এই ক্যাম্পেনে। কাজেই এক ধাক্কায় বেড়ে গেছে #বয়কটচিন লেখা পণ্যের চাহিদা। যেগুলি চিন তৈরি করে রপ্তানি করছে ভারতে। করোনা পরিস্থিতির পর নতুন এই ট্রেন্ড আদতে চিনের অর্থনীতিকেই মজবুত করছে তা বলাই বাহুল্য। চিনের প্রতি ভারতের এই বিরূপ মনোভাব এবং জাতীয়তাবাদী ভাবাবেগকে কাজে লাগিয়ে লাভের কড়ি ঘরে তুলছে ব্যবসায়ী চিন।