ঘুরে দাঁড়াতেই হবে আবার! বইপাড়া বাঁচাতে অভিনব উদ্যোগে সামিল একদল পড়ুয়া!

একদিন ঘুরে দাঁড়াবোই! একদিন ঘুরে দাঁড়াতেই হবে! হ্যাঁ, এমনই হয়তো বলছেন করোনা এবং আমপান, জোড়া ফলায় বিদ্ধ কোটি কোটি জনতা! জল-জঙ্গলের দেশের মানুষগুলোই আজ জলের তাড়নায়, জঙ্গলের নিশ্চিহ্নতায় বিপর্যস্ত! কিন্তু এই দুর্যোগে, বিভিন্নভাবে সমস্যার সৃষ্টি হয়েছে একাধিক পেশার মানুষের!

একেবারেই ভালো নেই অনেকেই! সেইরকমই ভালো নেই বই পাড়ার বাসিন্দারাও। করোনা তো বটেই, তাঁদের অবস্থা আরও করুণ আকার ধারণ করেছে সাম্প্রতিককালের এই ঝড় বৃষ্টি। কয়েককোটি টাকার বই নষ্ট হয়েছে এই অবস্থার পরে। কিন্তু হবে তাঁদের? কীভাবে সহায়তা করা হবে তাঁদের?

এই পরিস্থিতিতেই নজিরবিহীন উদ্যোগ নিল একদল পড়ুয়া এবং কিছু চাকরিজীবী মানুষ। অভিনব ভাবনার মাধ্যমেই তাঁরা সাহায্য করতে চলেছেন তাঁদের! নষ্ট হয়ে যাওয়া বইয়ের বাবদেই সাহায্যের হাত বাড়াবেন ওঁরা। যে বই মূলত কোনও কাজে লাগবে না, সেই বইয়ের বাবদেই সম্মানজনক সাহায্যের কথা ভেবেছেন ওঁরা।

চলতি মাসের ২৪ তারিখ এই কর্মসূচি পালনের কথা Book Scavengers নামে এই গ্রুপটির। শালিনী, দেবাঞ্জন, বিদিশা, আর্সিয়া, অভিষেক, আরাত্রিকা, সৌম্যদীপ, অংশুমিত্রা, নৈরিতা, সুমন্ত, সুজাতা, অরুণিমা, সায়নী, নির্ঝর, রূপক, বৈভব, চন্দ্রিল রা এই উদ্যোগে সামিল হয়েই পৌঁছে যাবেন বই পাড়ার বাসিন্দাদের কাছে।

সাহায্য করতে পারেন আপনিও।

০৪.০৬.২০২০