সূত্রের খবর, বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং তাঁর মা মাধবী রাজে সিন্ধিয়া করোনা পজিটিভ। মঙ্গলবার একটি রিপোর্টে জানা যায় তাঁরা করোনা রোগাক্রান্ত। এরপরেই তাঁদের সাউথ দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার শরীরে করোনার লক্ষনগুলি ধরা পড়লেও তাঁর মা উপসর্গহীন, বলেই সূত্রের দাবি।
এর পূর্বে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র করোনার লক্ষণ নিয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন।
সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার সকালে তাঁর করোনা পরীক্ষা করা হয়। যদিও তার ফলাফল এখনও জানা যায়নি
০৯.০৬.২০২০