‘ভাট বকছে বিজেপি,’ ‘ভয় পেয়েছে মমতা’র, পাল্টা ক্যাম্পেনে একযোগে আক্রমণ শুরু তৃণমূলের।

অমিত শাহের চিঠি। পরিযায়ী শ্রমিকদের নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে অভিযোগ। ঠিক তার পরেই, রাজ্যের শাসকদলের তরফে সাংবাদিক সম্মেলন, পাল্টা আক্রমণ। শনিবার সারাদিন এভাবেই রাজ্যের রাজনৈতিক উত্তাপ ছিল চরমে। সেই উত্তাপের মধ্যেই, বিজেপির তরফে চালু হয় হ্যাশট্যাগ ”ভয় পেয়েছে মমতা”, এই ক্যাম্পেইনে তৃণমূলকে রাজনৈতিক আক্রমণ। এবার সেই উত্তাপেই, পাল্টা এক নতুন ট্রেন্ড চালু করল তৃনমূল! একেবারে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে, হ্যাশট্যাগ দিয়ে বিজেপির বিরুদ্ধে সরব শাসকদলের নেতারা। হ্যাশট্যাগ ভাট বকছে বিজেপি, এই নামেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগটা শুরু করেছেন তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতারা।

শনিবার শুরু হওয়া এই ট্রেন্ডে, টুইটারে সরব রাজ্যের শাসকদলের নেতারা। তৃণমূলের মহাসচিব তথা, রাজ্যের মন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায় লিখেছেন,-“গঠনমূলকঠনমূলক কাজের তো নামগন্ধ নেই, আছে খালি জাল খবর আর মিথ্যে অপপ্রচারে ভরসা।” আবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম লিখছেন, ”বিজেপি প্রমাণ করে দিয়েছে যে কোন কাজ না করেও স্রেফ বাজে বকে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকা যায়। এই কোভিড অতিমারী পরিস্থিতি আবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দিলীপ ঘোষ, কিছু ভুল বললাম কী?” আবার তৃনমূল সাংসদ ড. কাকলী ঘোষ দস্তিদার বলছেন, ”বাংলার মানুষ বিজেপি-র জুমলার রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন অনেকদিন, কিন্তু ভবি তাও ভোলার নয়। এই অতিমারী পরিস্থিতিতেও ওঁদের মিথ্যাচার অব্যাহত। রাজ্য সরকারকে ন্যুনতম সহযোগিতা না করে বিজেপির নেতারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উল্টোপাল্টা বকতে ব্যস্ত।” প্রত্যেকের বক্তব্যের সঙ্গেই ব্যবহার করা হয়েছে, হ্যাশট্যাগ “#BhatBokcheBJP” । তৃণমূলের তরফে এই নতুন পন্থায়, প্রশান্ত কিশোর এফেক্ট নাকি নতুন রাজনৈতিক কৌশল? তা নিয়েও বিস্মিত অনেকেই। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, এই অভিনব আক্রমন পন্থাকে, সাধুবাদ দিচ্ছেন রাজনৈতিক মহলের একাংশ।

০৯.০৫.২০২০

কলকাতা
ছবি সৌজন্যে: টুইটার