কিছুদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর, বিতর্কের মুখে পড়ে ক্ষমা চেয়েছিলেন, ফেসবুক থেকে পোস্ট সরিয়ে দেন, কিন্তু সেই ক্ষমার পরেও, বাংলাদেশ পুলিশের জেরার পরেও, কলকাতায় গান গে হঠাৎ জনপ্রিয় হওয়া, নোবেলের চরিত্র সম্পর্কিত নানান বিতর্কও ফের উত্তপ্ত করছে দুই বাংলার নেটদুনিয়া। তাঁর কতগুলো বিবাহ, কয়টি স্ত্রী, নারী সম্পর্ক, মা, বোনকে মারধরের মতো গুরুতর অভিযোগ উঠছে বিভিন্ন জাতীয় আঞ্চলিক সংবাদমাধ্যমের পাতায়। এমনকি নরেন্দ্র মোদী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের দায়ে তাঁর বিরুদ্ধে ত্রিপুরার সুমন মণ্ডল নামে এক যুবক মামলাও করেছেন। সবমিলিয়ে বিতর্কের মধ্যেই কাটছে গায়ক নোবেলের দিন!
বাংলা বিনোদন চ্যানেল, জি বাংলার রিয়্যালিটি শো-এর ‘বাবা কতদিন দেখি না তোমায়’ গেয়েই মূলত খ্যাত হন, বাংলাদেশের মইনুল হাসান নোবেল। কিন্তু অভিযোগ ওঠে, রিয়্যালিটি শো থেকে বাদ পড়ার পরেই, এবং এই শো শেষ হওয়ার পর, নানা সময় নানান মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মহিলার সঙ্গে সম্পর্কের অভিযোগ উঠেছে বারবার। সম্প্রতি তার বিরুদ্ধে তৃতীয় বিয়ে এবং গার্হস্থ্য হিংসারও অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুরুচিকর ফেসবুক পোস্ট করায় বাংলাদেশি এই গায়কের বিরুদ্ধে FIR দায়ের হয়। ত্রিপুরা পুলিসের কাছে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জন্য নোবেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন অভিযোগকারী। দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ভারতবর্ষে এলে নোবেলকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ত্রিপুরা পুলিস। অর্থাৎ ভারতে প্রবেশ করলেই তাঁকে করা হতে পারে গ্রেফতার।
উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে একটি পোস্ট করেন বাংলাদেশী গায়ক মইনুল হাসান নোবেল। তাঁর এই পোস্টের সমালোচনা করেন ভারত-বাংলাদেশের নাগরিকরা। তিনি চাওয়ালা সম্পর্কিত মন্তব্য করেন। দেশজুড়ে তীব্র সমালোচনার সম্মুখীন হন তিনি।
ঘটনার পরই বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেরার মুখেও পড়তে হয় তাঁকে। তবে এর আগে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত নিয়েও অশালীন মন্তব্য করেন এই বিতর্কিত গায়ক, কখনও আবার শিল্পীদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করে তিনি বিতর্কের মুখে জড়িয়েছেন। এমনকি ধর্ষণের অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে। শিল্পীমহল থেকে তাঁর অনুরাগীরা অনেকেই তাঁর ব্যবহারে ক্ষুব্ধ।

অন্যদিকে, প্রাধানমন্ত্রীর বিরুদ্ধে যে বিতর্কিত পোস্ট তিনি ফেসবুকে করেছেন, তা তিনি নিজে সরিয়ে দিয়েছেন। এই পোস্ট করার জন্য সোস্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।
চরিত্র আর ব্যবহার নিয়ে বার বার বিতর্কের মুখে পড়েছেন এই বাংলাদেশী গায়ক। মেহরুবা সালসাবিল নমে এক তরুণীর সঙ্গে তৃতীয়বারের জন্য সংসার পাতেন নোবেল। বিষয়টি নিয়ে বাংলাদেশের পাশাপাশি ভারতেও চর্চা শুরু হয়। বাংলাদেশের এক সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকারে নোবেল জানান, তিনি বিয়ে করেছেন সঠিক খবর। তাঁর তৃতীয় বিয়ে নিয়ে বাজারে যে চর্চা চলছে, তা অহেতুক বলে দাবি করেন তিনি। এটি তাঁর প্রথম বিয়ে বলে জানান তিনি। ২০১৯ সালের নভেম্বর মাসে মেহরুবা সালসাবিলের সঙ্গে গোপনে গাঁটছড়া বাঁধেন বলে তিনি জানান। সালসাবিলের পরিবারকে প্রথমে বিয়ের সম্পর্কে না জানানো হলেও, পরে তারা সবকিছু মেনে নেন বলেও জানান নোবেল। তার বিয়েতে তার পরিবারের সম্মতি ছিল বলে তিনি জানিয়েছেন।
সামগ্রিকভাবে, গানের থেকে নোবেলের চরিত্র এবং মন্তব্যের জনপ্রিয়তা বাড়ছে ক্রমশ, এমনই মত একটা বড় অংশের।
২৯.০৫.২০২০
কলকাতা
PB