দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার গত কয়েকদিন আগে মেয়াদ শেষ হয়েছে মেয়াদ শেষ হওয়ার পরই গঙ্গারামপুর পৌরসভার পৌর পিতা এবং তাঁর পুত্রসহ চারজনের কমিটি গঠন হয়েছে। প্রশাসক হিসেবে আসনে বসেছেন গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অমল সরকার। বোর্ডের মধ্যে রয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ, গঙ্গারামপুর তৃণমূল সভাপতি অশোক বর্ধন, গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক গৌতম দাস, বিদায়ী ভাইস চেয়ারম্যান রাকেশ পন্ডিত। গঙ্গারামপুর পৌরসভার পৌর নাগরিকদের সুবিধার ক্ষেত্রে, বারবার গঙ্গারামপুর পৌরসভার কথা বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে। গঙ্গারামপুর পৌরসভা পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পর, কমিটি গঠন হওয়ার পর প্রশাসক হিসেবে নাগরিকদের কথা চিন্তা করার জন্য, তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গঙ্গারামপুর পৌরসভার প্রত্যেকটি পৌরনাগরিক। তথাকথিত ভাবে পৌরসভার বিভিন্ন দিক থেকে বিভিন্ন কর্মকাণ্ডের উঠে এসেছে যার জন্য পৌরসভার পৌরনাগরিকরা, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক অমলেন্দু সরকার জানিয়েছেন, আগামী দিনে মানুষের পাশে থেকে আমরা লড়াই করে চলেছি। তা ছাড়াও নানান বিষয়ে পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রশাসক অমলেন্দু সরকার।
০১.০৬.২০২০
গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর
রিপোর্ট: পল মৈত্র